14.2 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

শামীম ওসমানের নির্বাচনী বৈঠকে ঢিল, নারী কর্মী আহত

শামীম ওসমানের নির্বাচনী বৈঠকে ঢিল, নারী কর্মী আহত
আহত নারী কর্মী

নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের নির্বাচনী উঠান বৈঠকে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এক নারী কর্মী আহত হন।

সোমবার বিকেল ৪টার দিকে সদর উপজেলার ফতুল্লা থানার পিলকুনি পাঁচতলা এলাকার মোবারক মিয়ার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

- Advertisement -

আহত ওই নারীর নাম লিপি বেগম। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে তিনি আওয়ামী লীগ কর্মী বলে জানা গেছে।

ভিডিওতে দেখা যায়, শামীম ওসমান উঠান বৈঠকে বক্তব্য রাখছিলেন। এ সময় হঠাৎ এক নারীর চিৎকার শোনা যায়। এ সময় ওই নারীকে মাথা চেপে ধরতে দেখা যায়। পরে আওয়ামী লীগ কর্মীরা তাকে সরিয়ে নিয়ে যান। এ সময় একটি টেলিভিশন চ্যানেলের ক্যামেরাপারসনের শরীরে আরেকটি ঢিল পড়ে।

শামীম ওসমান বলেন, ‘আমার প্রোগ্রামে ঢিল ছুড়ে মেরেছে, কে মেরেছে বের হয়ে যাবে। এক বোন আমার নির্বাচনী প্রচারণায় এসে আহত হয়েছেন। অনেক কষ্টে মেজাজ ধরে রেখেছি।’

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্‌ নিজাম বলেন, ‘ঢিলে আমাদের এক নারী কর্মী আহত হয়েছেন। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে ঢিল কে মেরেছে, তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।’

ফতুল্লা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরে আযম মিয়া বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করতে আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

- Advertisement -

Related Articles

Latest Articles