
একটা সময় অভিনেত্রী সোনালী বেন্দ্রের প্রেমে পাগল ছিল বলিউডের একাংশ। সহশিল্পীদের অনেকেই অভিনেত্রীর চোখের মায়ায় নিজেদেরকে হারিয়েছেন প্রতি মুহূর্তে।
অন্যদিকে, এক পাক খেলোয়াড় তখন সোনালীর জন্য পাগল। তাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগে যান শোয়েব আখতার। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস তখন তার প্রেমে মাতোয়ারা। খেলোয়াড় নাকি তাকে প্রেমের প্রস্তাব পাঠিয়েছিলেন। এমনকি, তার ভাবনাও ছিল এমন, যে যা করতে হয় তাই করবেন, কিন্তু সোনালীকে তার চাই।
শোয়েব এতটাই মোহে ভাসছিলেন যে নিজেকে আর সামলে রাখতে পারেননি। বলেছিলেন, সোনালী যদি আমার প্রপোজাল না মেনে নেয়, তবে আমি তাকে কিডন্যাপ করতে রাজি আছি।
অভিনেত্রী কি এসব কিছু জানতেন? সেকথা আজও অজানা। তবে, শোয়েব যে সোনালীর পক্ষ থেকে আশার বাণী পান সেকথাও জানিয়েছিলেন।