
রাজধানীর কমলাপুর স্টেশনের কাছে গোপীবাগ এলাকায় ‘বেনাপোল এক্সপ্রেস’ নামক ট্রেনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিসের সদরদপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ৯টার দিকে বেনাপোল এক্সপ্রেস নামের ট্রেনটিতে আগুনের খবর পাওয়া গেছে।
সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ট্রেনটিতে আগুন দিয়েছে।