12.8 C
Toronto
বুধবার, মার্চ ১৯, ২০২৫

চট্টগ্রামে নির্বাচনী সরঞ্জাম নিয়ে আসা বাসে আগুন

চট্টগ্রামে নির্বাচনী সরঞ্জাম নিয়ে আসা বাসে আগুন - the Bengali Times

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় থানার কাপ্তাই রাস্তার মাথার এলাকায় বাসটিতে আগুন দেওয়া হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

- Advertisement -

এ বিষয়ে কালুরঘাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা বাহার উদ্দিন জানান, বাসটি নির্বাচনী সরঞ্জাম নিয়ে এসেছিল। তিনি বলেন, নির্বাচনী সরঞ্জাম নামিয়ে দিয়ে বাসটি দাঁড়িয়ে ছিল। ওই সময় কে বা কারা বাসে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যান। ফায়ার স্টেশন থেকে দুটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই বাসে শুধু চালক ছিলেন। তিনি দ্রুত গাড়ি থেকে নেমে পড়েন। এ জন্য কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে শনিবার ভোরে বন্দর থানার ৩৮ নম্বর ওয়ার্ড নিশ্চিন্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চট্টগ্রাম-১১ আসনের একটি ভোটকেন্দ্র ছিল এটি।

সূত্র : বিডি২৪লাইভ

- Advertisement -

Related Articles

Latest Articles