শ্রদ্ধাবর বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের ৯ জানুয়ারী ২০১৭ শুভ জন্মদিনে ওনার মুখাবয়বের ড্রইংটি আমি করে ওনাকে উপহার দিয়ে ছিলাম। আর আমাদের ছবিটি তুলে দিয়ে ছিলেন চলচ্চিত্রকার নাদিম ইকবাল। নাদিম তখন তার শর্ট ফিল্ম ‘মাদারটাং’ সবে শেষ করে আমাকে দেখিয়ে মতামত জানতে চেয়ে ছিলেন।
আমার ক্ষুদ্র জ্ঞানে উচিত মতামত দেয়া সম্ভব নয় ভেবে তাকে সাথে নিয়ে জাহাঙ্গীর ভাইয়ের টরন্টো বেভিউ বাড়িতে গেলাম। লেপটপে দেখে তিনি মুগ্ধ হয়ে বল্লেন-ছবিটির সময় অল্প হলে কি হবে বিষয়তো খুবই বড়।বাঙলি নতুন প্রজন্ম দেশে-দেশে নিজের মাদারটাং নিজর অজান্তে ভুলে ধারণ করছে অন্যের মাদারটা!
কবি আসাদ চৌধুরীর নাতনীর সাথে অভিনয়টিও খুবই সাবলীল! নাদিম আশাকরি এই কাজটির জন্যে খুবই সুনাম পাবেন।