5.2 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ডারহাম উপনির্বাচনে লিবারেল প্রার্থী রবার্ট রক

ডারহাম উপনির্বাচনে লিবারেল প্রার্থী রবার্ট রক - the Bengali Times

গ্রেটার টরন্টো এরিয়া রাইডিংয়ে কনজার্ভেটিভ মনোনয়ন পাওয়ার চেষ্টা করা ব্যক্তিকেই আসন্ন উপনির্বাচনে প্রার্থী করেছে লিবারেলরা। অন্টারিওর স্কুগগের কাউন্সিলর রবার্ট রককে ডারহামে সাবেক টোরি নেতা এরিন ও’টুলের স্থলাভিষিক্ত হওয়ার জন্য লিবারেলরা প্রার্থী ঘোষণা করেছে।

- Advertisement -

রক বলেন, কনজার্ভেটিভ পার্টি তার মূল্যায়ন না করায় লিবারেলদের হয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার বিশ্বাস, কনজার্ভেটিভরা নির্বাচিত হলে সেবা কমিয়ে আনবে এবং কানাডায় আমেরিকান স্টাইলের রাজনীতির অবতারণা করবে।

এক বছর আগে তিনি যখন কনজার্ভেটিভ পার্টির মনোনয়ন পাওয়ার চেষ্টা করেছিলেন তখন তিনি পয়লিয়েভরের নেতৃত্বের প্রশংসা করেছিলেন। তার পরিবর্তে আইনজীবী জামিল জিভানি শেষ পর্যন্ত ওই মনোনয়ন পেয়েছিলেন।

কনজার্ভেটিভ মুখপাত্র সারাহ ফিশার বলেন, রক গত এপ্রিলে দলীয় সদস্যপদ কেনেন। কিন্তু কনজার্ভেটিভ পার্টির ব্যানারে নির্বাচনের জন্য যে শর্ত প্রয়োজন তা তিনি পূরণ করতে পারেননি।
এ মাসের শেষের দিকে অবশ্যই এই উপনির্বাচন ঘোষণা করতে হবে।

- Advertisement -

Related Articles

Latest Articles