
শোবিজ জগতে ট্রলের মুখোমুখি হতেই হয়। কিন্তু ট্রলিং আর বিতর্কের সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে রয়েছে সৌমী ঘোষ। ছোটপর্দার পরিচিত নাম সৌমী। ওগো নিরুপমা, আয় তবে সহচরী ধারাবাহিকে দর্শক দেখেছে তাঁকে। বছর খানেক আগে ‘চুমু’ মন্তব্য তাঁর গলার কাঁটা হয়ে বিঁধেছিল। আবার সৌমী ভাইরাল চুমু নিয়ে বেফাঁস মন্তব্য করে।
ফের এক স্টেজ শো-তে বেফাঁস মন্তব্য করে বসেছেন সৌমী। মাইক হাতে প্রেম নিয়ে কথা বলছিলেন নায়িকা। তাঁকে বলতে শোনা গেল, ‘আমার বয়ফ্রেন্ড হলে এবার বলে দিয়েছি, মদ-টদ খাওয়া যাবে না। একমাত্র শুধু চুমু খাওয়া যেতে পারে, আর কিছু খাওয়া যাবে না।’
এরপর পাশ থেকে প্রশ্ন উড়ে আসে, ‘চুমু খেলে কি নেশা হবে?’ সৌমী সময় নষ্ট না করেই ঘাড় নেড়ে বলেন- ‘হ্যাঁ’। এরপর একটু শাসানির ভঙ্গিতে বলে ওঠেন, ‘একসঙ্গে তিনটায় লাইভ চলছে, আমি যদি পরের বছর ফের ভাইরাল হই, তাহলে কপালে দুঃখ আছে’।
সৌমীর এই ভিডিও এখন আলোচনা বা বলা ভালো সমালোচনার কেন্দ্রে। একজন লেখেন, ‘এই মেয়েটার মাথা খারাপ আছে।’ অপর একজন লেখেন, ‘নিজেই তো ভাইরাল হতে এইসব ভুলভাল মন্তব্য় করছো’। আরেক জনৈক লেখেন, ‘এই মেয়েটা শুধু বাজে কথা বলে’।
২০২২ সালের শেষের দিকেও একটি ভিডিও ভাইরাল হয়েছিল সৌমীর। সেখানে তাঁকে বলতে শোনা গিয়েছিল, ‘তোমাদের সাথে নাচব, গাইব, যা বলবে তাই করব। জড়িয়েও ধরতে পারো, চুমুও খেতে পারো।’
এই মন্তব্যের কারণে লাগাতার ট্রলের মুখে পড়েছিলেন সৌমী। তবে ট্রলিং নিয়ে খুব বেশি মাথা ঘামান না সৌমী। আগে এক সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা গেছে, ‘যার খারাপ বলার, সে বলবেই। ক্লিভেজ দেখা গেলেও লোকে কটূক্তি করবে। আবার পেট দেখা গেলেও বলবে।’
নেতিবাচকতা দূরে রাখতে সোশ্যাল মিডিয়ায় কমেন্ট দেখেন না সৌমী। এইসময়কে নায়িকা বলেছিলেন, ‘আমি আজকাল আর কমেন্ট দেখি না। কারণ, যত নেগেটিভ জিনিস দেখব, মনের মধ্যে তত নেগেটিভিটি বাড়বে। আমার কেরিয়ারের শুরুটা হয়েছিল মডেলিং দিয়ে। ফলে খোলামেলা পোশাক আমি পরি।’