14.2 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

একজনের অনুরোধে

একজনের অনুরোধে

একজনের অনুরোধে…. অনেক থেকে একটি, তিনি শ্রী রজনীকান্ত সেন।
তুমি, নির্মল করো মঙ্গল-করে মলিন মর্ম মুছায়ে;
তব পুণ্য কিরণ দিয়ে যাক, মোর মোহ কালিমা ঘুচায়ে।
লক্ষ্য-শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আঁধারে।

- Advertisement -

আমি জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল-পাথারে।
প্রভু, বিশ্ব-বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা
তব শ্রীচরণ তলে নিয়ে এসো, মোর মত্ত বাসনা গুছায়ে।
আছ অনল-অনিলে চির নভনীলে, ভূধর-সলিলে গহনে,
আছ বিটপীলতায়, জলদের গায় শশী-তারকায় তপনে,
আমি নয়নে বসন বাঁধিয়া, বসে আঁধারে মরিগো কাঁদিয়া
আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু দাও হে দেখায়ে বুঝায়ে।
অনুরোধের অংশটুকু

নির্মল= পরিষ্কার, সাফ, পবিত্র, পরিচ্ছন্ন, স্বচ্ছ, বিশুদ্ধ, কলুষমুক্ত।
মঙ্গল= কল্যাণ, সিদ্ধি, ভাল, সফল, আশীর্বাদ, অনুগ্রহ।
কর= হাত, দক্ষতা, কিরণ, ঝলক।
মলিন= জীর্ণ, অপরিষ্কার, অগোছালো, নোংরা, ফ্যাকাসে, ঝাপসা, হীনতা, মেঘাচ্ছন্ন, অন্ধকারাচ্ছন্ন।
মর্ম= অবস্থা, মন, অন্তর, চিত্ত।
তব= তোমার, আপনার।

পুণ্য= বিশুদ্ধ, শুদ্ধ, পবিত্র, শুচি, আন্তরিক, দয়া।
কিরণ= প্রভা, বাতি, দীপ্তি, রশ্মি, জ্যোতি, আলো, অগ্নিশিখা।
মোহ= মায়া, বিভ্রান্তি, ঠক, অসার, নেশা, লোভ।
কালিমা= অন্ধকার, কলঙ্ক, ক্রুটি, দুর্নাম, খুঁত, গ্লানি।
ঘুচা= অপসারণ, ধ্বংস, সরিয়ে, নির্মূল, অদৃশ্য, শেষ।
লক্ষ্য= উদ্দেশ্য, অভীষ্ট, দৃষ্টি, অভিপ্রায়, চাওয়া, মনোযোগ।
লক্ষ= অগণিত, অসংখ্য, বেশুমার, ঢের, কতশত।
শূন্য= ফাঁকা, কিছুই না, বর্জিত, খালি, অনুপস্থিত, অসার।
বাসনা= ইচ্ছা, আকাঙ্ক্ষা, কামনা, অভিপ্রায়, অভিলাষ, চাওয়া, প্রাপ্তি, লালসা, মোহ।
আঁধার= অন্ধকার, কালিমা, নিরাশা, তিমির, অস্পষ্টতা, অজ্ঞতা, মলিন।
কুল= গৃহ, রেখা, সীমা, শ্রেণী, জাতি, ঠিকানা

গরল= বিষ, বিদ্বেষ, জহর, সাপের বিষ, ক্ষতিকর
পাথার= সমস্যা, ভয়, বিপদ, ঝামেলা, সমুদ্র, ঘনি,
হন্তা= নিধনকারী, যিনি নিঃস্ব করে দেন। শেষ করে দেন যিনি, প্রতিবন্ধক, বধকারী, অন্তরায়।
শ্রীচরণ= মাধুর্যময় পদতল, সুন্দর চরণ, কৃপার পা দুখানি, মালিকের পা, গুরুজনের শ্রদ্ধেয় পাদদেশ।
মত্ত= উন্মাদ, লিপ্ত, নেশা, গর্বিত, মাতাল, খেপা, ক্রুদ্ধ, ক্ষিপ্ত, পাগল, আত্মহারা।
গুছায়ে= সাজিয়ে, সুশোভিত, বন্দোবস্ত, মিটমাট, পরিপাটি, বন্দোবস্ত।
অনল= আগুন, দহন, শিখা, অগ্নি।
অনিল= বাতাস, বায়ু।
চির= অনন্ত, নিত্য, শাশ্বত, অবিরাম, অপার, সমগ্র।
নভ= আকাশ, গগন।
নীল= নীল রঙ, আসমানি।
ভূধর= পৃথিবী, পর্বত, মাটি

সলিল= জল, পানি, বারি, নদী, সমুদ্র, বৃষ্টি।
গহন= গভীর, নিবিড়, ঘন, দুর্বোধ্য, অন্ধকার।
বিটপী= বৃক্ষ, গাছ, তরু, অরণ্য, বন, জঙ্গল।
জলদ= মেঘ, জলের উৎস।
শশী= চাঁদ, চন্দ্র,
তারকা= নক্ষত্র, তারা, নভশ্চর।
তপন= সূর্য, রবি।

বসন= কাপড়, ভূষণ, আচ্ছাদন, বস্ত্র।
আঁধার= অন্ধকার, তিমির, অস্পষ্টতা, অন্ধ, তমসাবৃত, বিষাদ।
কথা;
কোন কিছু ভুল লিখে থাকলে উত্তেজিত হবার কিছু নেই। ভুল হয় তাই প্রার্থনার আবির্ভাব।

- Advertisement -

Related Articles

Latest Articles