
ফাইল ছবি
ভারতের রাজধানী দিল্লিতে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। অসহনীয় এই ঠাণ্ডা থেকে বাঁচতে অন্যের মোটরসাইকেল জ্বালিয়ে দিয়ে আগুন পোহালেন কিষান কুমার নামে এক যুবক। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, অভিযুক্ত কিষানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে।
আড়াই মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, জিসি ব্লকে পার্ক করা একটি মোটরসাইকেলে দিয়াশলাইয়ের কাঠি দিয়ে আগুন লাগিয়ে দেন কিষান। এরপর মোটরসাইকেলটির সামনে কিছু সময় দাঁড়িয়েও ছিলেন তিনি।
পুলিশ জানিয়েছে, কিষাণ হিরো স্প্লেনডোর মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছিলেন। বিষয়টি টের পেয়ে মোটরসাইকেলটির মালিক ও তার প্রতিবেশীরা বাইরে বের হয়ে আসেন এবং পুলিশকে খবর দেন।
পরে ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে তার আগেই মোটরসাইকেলটি পুড়ে যায়। সংশ্লিষ্টরা জানান, সিসিটিভি ক্যামেরা দেখে কিষানকে শনাক্ত এবং গ্রেপ্তার করা হয়েছে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।