
ঢাকার মূর্ধন্য প্রকাশনী থেকে আসন্ন বইমেলায় প্রকাশিত হতে চলেছে এই গ্রন্থটি। সম্পাদনার গুরু দায়িত্ব নিয়েছিলেন টরন্টোর লেখক ও গবেষক সুজিত কুসুম পাল।
এই গ্রন্থে আমাকে নিয়ে লিখেছেন টরন্টোর বাঙালি সমাজের সর্বজন শ্রদ্ধেয় পণ্ডিতজন ড. দিলীপ চক্রবর্তী, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বিশিষ্ট লেখক প্রফেসর ড. রাশিদ আসকারী, লন্ডনের বাসিন্দা আমার মামাতো ভাই নাট্যকর্মী অজয় মজুমদার, অনুবাদক শ্রেয়সী বোস দত্ত, আমার প্রিয় ছাত্র অডিটর জাহিদুল ইসলাম শাহ, লেখক তাসমিনা খান, কবি দেবাঞ্জনা মুখার্জি ভৌমিক, সংস্কৃতিকর্মী মম কাজী।
আমার বিভিন্ন বই নিয়ে লিখেছেন মুক্তচিন্তক আকবর হোসেন, লেখক মাসুম বিল্লাহ, অধ্যাপক সুরজিত রায় মজুমদার এবং ড. নাফিজ আহমেদ। তাঁদের সকলের প্রতি কৃতজ্ঞতা।
মূর্ধন্য প্রকাশনীর সত্ত্বাধিকারী সঞ্জয় মজুমদার, ছবিয়াল দীপক সূত্রধর, এবং প্রচ্ছদশিল্পী মোস্তাফিজ কারিগরকে অনেক অনেক ভালোবাসা।