6.6 C
Toronto
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

ডাকাতির নাটক সাজিয়ে বিয়ের প্রস্তাব

ডাকাতির নাটক সাজিয়ে বিয়ের প্রস্তাব - the Bengali Times

ভিডিও থেকে নেওয়া

প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে ডাকাতির নাটক সাজিয়েছেন এক যুবক। সম্প্রতি কলম্বিয়ায় এমন উদ্ভূত ঘটনা ঘটেছে। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, এক রাস্তার মোড়ে একটি লাল রঙের গাড়ি চলছিল। হঠাৎ এক পথচারী এবং একটি মোটরসাইকেলে আসা দুই যুবক গাড়িটির গতি রোধ করেন। নিজেদের কাছে লুকানো অস্ত্রের ইঙ্গিত করে তারা গাড়িতে বসে থাকা যুগলকে বের হয়ে আসতে বাধ্য করেন। এই চক্রের দুই সদস্য তখন গাড়ির পুরুষ যাত্রীকে রাস্তায় হাঁটু মুড়ে বসে পড়তে বাধ্য করেন। তার সামনে প্রেমিকাকে দাঁড় করান। গাড়িতে থাকা যুবক হাঁটু গেড়ে বসে ওই নারীকে আংটি দিয়ে বিয়ের প্রস্তাব করেন।

- Advertisement -

আর ডাকাত সেজে থাকা যুবকরা হাততালি দিয়ে ওঠেন। ততক্ষণে ওই প্রেমিকার বুঝতে বাকি থাকে না যে তার প্রেমিকই এই ডাকাতির নাটকের মূল রচয়িতা। তাকে বিয়ের প্রস্তাব দিতেই এমন কাণ্ড করেছেন তিনি। এমন আতঙ্কের নাটক করার জন্য রাগ করলেও শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে বিয়ের প্রস্তাব গ্রহণ করেছেন ওই নারী।

- Advertisement -

Related Articles

Latest Articles