12.8 C
Toronto
বুধবার, মার্চ ১৯, ২০২৫

ভয়ংকর পরিণতি ঘটল মার্কিন পর্ন অভিনেত্রীর

ভয়ংকর পরিণতি ঘটল মার্কিন পর্ন অভিনেত্রীর - the Bengali Times
মার্কিনি পর্ন অভিনেত্রী ক্যাগনি লিন কার্টার

আত্মহত্যা করেছেন মার্কিনি পর্ন অভিনেত্রী ক্যাগনি লিন কার্টার। গত ১৫ ফেব্রুয়ারি তার মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৬ বছর। পারমা পুলিশ বিভাগের এক প্রতিনিধি তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, অভিনেত্রী ক্যাগনির মা আমাদের ফোন করেছিলেন তার মেয়ের মৃত্যুতে আত্মহত্যা সংক্রান্ত একটি রিপোর্টের জন্য। আমাদের বলা হয়েছে যে, তাদের বাড়িতেই ঘটেছে ঘটনাটি। সেখানে একটি চিরকুটও ছিল। তবে এর কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেননি অভিনেত্রীর মা।

- Advertisement -

পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, আমাদের বলা হয়েছে যে ঘটনাস্থলে সন্দেহজনক কোনো চিহ্ন কিংবা মাদকের কোনো প্রমাণ পাওয়া যায়নি। আর যে শটগানটি ব্যবহার করা হয়েছে, সেটির বিষয়ও স্পষ্ট নয়।
অভিনেত্রী ক্যাগনির আত্মহত্যা এতটাই ভয়ংকর ছিল যে, যা কেউ কল্পনাও করতে পারে না। নিজ ইচ্ছায় প্ররোচিত হয়ে শটগানের গুলিতে আত্মহত্যা করেছেন।

এছাড়া এক কর্মকর্তা জানিয়েছেন, ক্যাগনির মৃত্যুর অফিশিয়াল কারণ ইন্ট্রাওরাল শটগানে হয়েছে বলে তালিকাভুক্ত করা হয়েছে। মুখে শটগান রেখে ট্রিগার টেনে আত্মহত্যা করেছেন তিনি। এ ঘটনায় এখনো তদন্ত চলমান রয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles