17.5 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

আমার বাবা ফ্ল্যাট ও ৩০ লাখ টাকা চেয়েছিলেন : তিশা

আমার বাবা ফ্ল্যাট ও ৩০ লাখ টাকা চেয়েছিলেন : তিশা - the Bengali Times
খন্দকার মুশতাক আহম্মেদ ও সিনথিয়া ইসলাম তিশা

আলোচিত দম্পতি খন্দকার মুশতাক আহম্মেদ ও সিনথিয়া ইসলাম তিশা আজ শনিবার (২ মার্চ) বিকেলে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে তিশা বলেন, আমার বাবা আমাদের বিয়ের পর এক ফুপার মাধ্যমে যোগাযোগ করে একটি ফ্ল্যাট ও ৩০ লাখ টাকা দাবি করেছিলেন। বিষয়টি আমি এতদিন বলিনি। কারণ আমি চাইনি, আমার পারিবারিক সম্মান ক্ষুন্ন হোক। কিন্তু এখন এসব বলতে হচ্ছে। আমাদের কাছে এর প্রমাণও রয়েছে।

তিনি বলেন, আমার বাবা বলেছেন, আমাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে। জিম্মি করে রাখা হয়েছে। কথাটা মিথ্যা। আমি নিজের ইচ্ছায় খন্দকার মুশতাককে বিয়ে করেছি। আমি প্রাপ্তবয়স্ক, আমি আমার পছন্দের মানুষকে বিয়ে করতে পারি। আমাকে কেউ জোর করেনি।

- Advertisement -

সংবাদ সম্মেলনে বাবার দিকে আঙুল তুলে তিশা আরও বলেন, সে আমাদের হয়রানি করতে চাচ্ছে। কখনও কান্না করছে, কখনও মানুষের সমাবেদনা পেতে চাইছে। তার এসব আচারণ আমাকে মানসিকভাবে অসুস্থ করে ফেলেছে।

এর আগে বিভিন্ন সময় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিশার বাবা মুশতাকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেছেন। আজ সেসব অভিযোগের বিরুদ্ধেই সংবাদ সম্মেলন করেন মুশতাক-তিশা।

সংবাদ সম্মেলনে নিজেদের নির্দোষ দাবি করেন মুশতাক-তিশা দম্পতি। একইসঙ্গে তাদের হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন।

- Advertisement -

Related Articles

Latest Articles