8.8 C
Toronto
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

লাইভ চলাকালে পুরুষ রোবটের হয়রানির শিকার নারী উপস্থাপক!

লাইভ চলাকালে পুরুষ রোবটের হয়রানির শিকার নারী উপস্থাপক! - the Bengali Times

সৌদি আরবের একটি অনুষ্ঠানে লাইভ চলাকালীন একজন নারী উপস্থাপক অ্যান্ড্রয়েড মুহাম্মদ নামক এক পুরুষ রোবটের কাছে হয়রানির শিকার হয়েছেন।

- Advertisement -

এনডিটিভি জানিয়েছে, ওই অনুষ্ঠানেই রোবটটিকে প্রথম পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল। রোবটটি সৌদি আরবে তৈরি প্রথম পুরুষ রোবট।

এই সময় ধারণ করা একটি ভিডিও ফুটেজ থেকে দেখা গেছে, উপস্থাপক রাউইয়া আল-কাসিমি রোবটটির পাশে দাঁড়িয়ে কথা বলছে। এমন সময় হঠাৎ করেই রোবটটি কাসিমিকে স্পর্শ করে বসে। সাথে সাথেই কাসিমি হাতের ইশারায় রোবটটিকে থামতে বলে।

এই ঘটনা সামাজিক মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। একজন ব্যবহারকারী বলেছেন, কে এই রোবট প্রোগ্রাম করেছে? আরেকজন বলেছেন, এটি এক ধরনের হয়রানি।

- Advertisement -

Related Articles

Latest Articles