14.2 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

জিম্মি জাহাজের কাছাকাছি টহল দিচ্ছে ভারতীয় যুদ্ধজাহাজ ও উড়োজাহাজ

জিম্মি জাহাজের কাছাকাছি টহল দিচ্ছে ভারতীয় যুদ্ধজাহাজ ও উড়োজাহাজ

সোমালিয়া উপকূলে জিম্মি হওয়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর কাছাকাছি অবস্থান নিয়েছে ভারতের একটি যুদ্ধজাহাজ। একটি ভারতীয় উড়োজাহাজও টহল দিচ্ছে ওই এলাকায়।

- Advertisement -

ভারতের নৌবাহিনীর মুখপাত্র আজ শুক্রবার বিকেলে সামাজিক মাধ্যম এক্স (সাবেক টুইটার) পোস্টে এ কথা জানান।

যুদ্ধজাহাজ থেকে তোলা এমভি আবদুল্লাহ’র মাস্টার ব্রিজের একটি ছবিসহ তিনি পোস্টটি করেন। ছবিতে দেখা যায়, তিন দস্যু মাস্টার ব্রিজে আর একজন ব্রিজের ওপরে সতর্ক অবস্থায় পাহারায় রয়েছে।

নৌবাহিনীর মুখপাত্র পোস্টে বলেন, বাংলাদেশি পতাকাবাহী জাহাজ দস্যুদের দ্বারা আক্রান্ত হওয়ার তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে ১২ মার্চ জাহাজটির অবস্থান শনাক্ত করা হয়। জাহাজটির ক্রুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু আক্রান্ত জাহাজ থেকে কোনো সাড়া মেলেনি।

মুখপাত্র বলেন, সামুদ্রিক নিরাপত্তায় নিয়োজিত একটি যুদ্ধজাহাজের গতিপথ বদলে আক্রান্ত জাহাজটির দিকে পাঠিয়ে দেওয়া হয়। যুদ্ধজাহাজ থেকে গত বৃহস্পতিবার সকালে আক্রান্ত জাহাজটির সঙ্গে যোগাযোগ করা হয়। এম ভি আবদুল্লাহ’র ক্রুদের সবাই নিরাপদ আছেন, এটা নিশ্চিত হওয়া গেছে।

- Advertisement -

Related Articles

Latest Articles