
ফ্রান্সের রাজধানী প্যারিসে আগামী ২৬ জুলাই থেকে শুরু হবে অলিম্পিক। সর্বশেষ অলিম্পিকের আসর বসেছিল ২০২১ সালে জাপানে। তবে ওই সময় প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপ থাকায় অলিম্পিক ভিলেজে থাকা অ্যাথলেটদের অন্তরঙ্গ হওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এবারের প্যারিস অলিম্পিকে সেই নিষেধাজ্ঞা তুলে দেওয়া হচ্ছে।
শনিবার (১৬ মার্চ) এমন তথ্য জানান অলিম্পিক ভিলেজ পরিচালক লরেন্ট মিকাউদ। এই কর্মকর্তা আরও জানিয়েছেন, অলিম্পিক ভিলেজে যে ১৪ হাজার ২৫০ অ্যাথলেট থাকবেন তাদের মধ্যে তিন লাখ কনডম বিতরণ করা হবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে লরেন্ট মিকাউদ বলেছেন, “এটি খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুত্বপূর্ণ এবং প্রানোচ্ছল থাকা এখানে খুবই বড় বিষয়।”
তিনি আরও বলেছেন, “আমরা অ্যাথলেট কমিশনের সঙ্গে কাজ করছি। আমরা এমন কিছু জায়গা তৈরি করতে চাইছি যেখানে অ্যাথলেটরা উদ্যমী ও সুখী অনুভব করবেন।”