17.4 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫

বিয়ের কার্ডে বরের বাবা লিখলেন ‘উপহার চাই না, শুধু মোদিকে ভোট দেবেন’

বিয়ের কার্ডে বরের বাবা লিখলেন ‘উপহার চাই না, শুধু মোদিকে ভোট দেবেন’ - the Bengali Times
ছবি সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি ভালোবাসা প্রমাণ করতে ভক্তরা অনেক কিছুই করেন। তেমনই একজন ভক্ত কাঠ ব্যবসায়ী নন্দীকান্তি নরসিমলু। সম্প্রতি ছেলের বিয়েতে মোদিকে ভোট দেওয়ার আহ্বান জানালেন তিনি। শুধু তা-ই নয়, নিমন্ত্রণপত্রেও বিষয়টি উল্লেখ করেন নন্দীকান্তি।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ছেলের বিয়েতে আত্মীয় ও বন্ধুদের নিমন্ত্রণ করেছেন নন্দীকান্তি। আর নিমন্ত্রণপত্রে লেখেন, ‘বিয়েতে কোনো উপহার না দিলেও চলবে। শুধু মোদিকে একটি করে ভোট দেবেন। এটাই হবে ভালো গিফট।’ সেই সঙ্গে মোদির একটি ছবিও যুক্ত করেন বিয়ের কার্ডে। আগামী ৪ এপ্রিল তামিলনাড়ুতে বসবে এই বিয়ের আসর।

- Advertisement -

নন্দীকান্তির ছেলের নাম সাই কুমার। তার বিয়ের কার্ড হাতে পেয়ে হতবাক অতিথিরা। তারা উপহার দেবেন নাকি মোদিকে ভোট দেবেন সেটা পরের ব্য়াপার। কিন্তু ছেলের বিয়েতে এভাবে লিখিত আকারে মোদিকে জয়ী করার আহ্বান জানানোর ঘটনা অনেককেই আকৃষ্ট করেছে।

 

- Advertisement -

Related Articles

Latest Articles