দীর্ঘযুগের স্থপতি বন্ধু বদরুল হায়দার বাদলের জন্মদিনে শুভ কামনা। ।ইদানিং পৃথিবীর এমাথা-ওমাথায় ঝিটকে পড়েছি,লেখা-আঁকার ব্যস্তাও সময় কামড়ে খায়।বন্ধুদের সঙ্গে দেখা হয়না।
তবে বন্ধুত্বেে স্বশরীরে দূরত্ব কিংবা নৈকট্য বলে কিছু নেই।অন্তত আমি তাই মনে করি। বন্ধুত্ব আঁটকে রাখে শিকলের মত ফেলে আসা সুন্দর সব স্মৃতিতে।
* আগামী শুক্রবারে সমকাল পত্রিকার শুক্রায়োজন ‘কালের খেয়া’তে বাদলের সঙ্গে আমার বন্ধুত্ব স্মৃতির সামান্য একটু লিখেছি। তার নাম বদলে বদর আলী খান করেছি।
ভাগ্যিস আল বদর খান করিনি।করলে যে কনো পথে ধানমুন্ডিতে ঢুকতে গেলেই হাতপা ভেঙ্গে কার্টনবক্সে ভরে কানাডা পাঠিয়ে দিতো।বাদলতো সাংঘাতিক দেশ প্রেমিক।