7 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

এক ম্যাচে মেসির ছেলের ৫ গোল

এক ম্যাচে মেসির ছেলের ৫ গোল
মাতেও ছবি সংগৃহীত

লিওনেল মেসির মেজ ছেলে মাতেও ইন্টার মায়ামির বয়সভিত্তিক দলের এক ম্যাচে পুরো ফুটবল বিশ্বের নজর কেড়েছে। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির মূল দলে খেলছেন মেসি। তার তিন ছেলে থিয়াগো, মাতেও ও চিরোও ক্লাবটির একাডেমিতে নাম লিখিয়েছে। যেখানে মায়ামির অনূর্ধ্ব–৯ দলের হয়ে খেলা সেই ম্যাচে মাতেও একাই করেছে ৫ গোল।

ম্যাচে মেসির ট্রেডমার্ক ফ্রি–কিকের মতো ফ্রি–কিক থেকেও গোল করেছে মাতেও। বক্সের বাইরে থেকে বাঁকানো সেই ফ্রি–কিকের গোল দেখে মুগ্ধ হবেন যে কেউ।

- Advertisement -

মেসির সঙ্গে মাতেওর অমিল হয়তো একটিই, মেসি বাঁ পায়ের খেলোয়াড় আর মাতেও ডান পায়ের। ফ্রিক–কিকসহ ৫টি গোলই মাতেও করেছে ডান পায়ে।

এর আগে ১১ বছর বয়সী থিয়াগো মাঠে তার ফুটবল দক্ষতা দেখিয়ে ভাইরাল হয়েছে। এ মাসের শুরুর দিকে ইস্টার ইন্টারন্যাশনাল কাপে দুর্দান্ত এক গোল করে মায়ামির অনূর্ধ্ব–১২ দলকে শিরোপা জিতিয়েছে সে।

- Advertisement -

Related Articles

Latest Articles