7 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

সোনা বুন বুন

সোনা বুন বুন

রূপি সোনা
বুন বুন
কুন কুন
ফিস ফাঁস
ঢুস ঢাস।
তোমার মনে আছে জুজুমনি তোমাকে একটা কাপড়ের পুতুল বানিয়ে দিয়েছিল? তার নামটা ছিল “পোটলা”??

- Advertisement -

জুজুমনি সারাক্ষন এখন ওর আড়াইশ গ্রাম রূপন্তিকে মিস করি।
দোয়া কর যেন তাড়াতাড়ি আমরা তিনজন আবার একসাথে হতে পারি।তুমি জানো, আজকের এই দিনে তুমি আমাদের সবার জীবনে কত রঙ নিয়ে এসেছিলে? তুমি না বলার আগেই বুঝতে আমরা কি চাই। সবাইকে যত্নে রাখতে সেই ছোটবেলা থেকেই।একেবারে ছোট্ট খরগোশের বাবুর মত দেখতে ছিলে তুমি। জন্মের সময় শরীর দুর্বল থাকলেও তোমার গলার জোর ছিল সবচেয়ে বেশি। We knew that time how strong you are. You are a blessing at all our hearts. Happy birthday baby…

পিউ সোনা
পুন পুন
মুন মুন
ঘুস ঘুস
ফুস ফুস।
তোমার মনে আছে জুজুমনি তোমাকে একটা কাপড়ের পুতুল বানিয়ে দিয়েছিল? তার নামটা ছিল “ঘোটলা”??

জুজুমনি সারাক্ষন ওর প্যাও প্যাও পিউসোনাকে মিস করি।দোয়া কর যেন তাড়াতাড়ি আমরা তিনজন একসাথে হতে পারি।জন্মের সময় তুমি বেশি কান্না করতে না, আর জুজুমনির বুকের উপরে উপুড় হয়ে ঘুমু করতে। তোমাকে ছাড়া জুজুমনিরও ঘুম আসতো না। কানাডায় আসার পর তোমাকে ছাড়া ঘুমানোটা আমার সবচেয়ে বেশি কষ্টের ছিল।

- Advertisement -

Related Articles

Latest Articles