
ছাত্রের সঙ্গে সম্পর্ক করে যুক্তরাজ্যে এক শিক্ষিকার গর্ভবতী হওয়ার ঘটনা ঘটেছে।ওই শিক্ষিকা ১৫ বছর বয়সী এক ছাত্রের সঙ্গে সম্পর্ক করে গ্রেপ্তার হয়েছিলেন। এরপর তিনি জামিনে ছাড়া পান। আর জামিন চলার সময়ই আরেক ছাত্রের সঙ্গে সম্পর্ক গড়ে গর্ভবতী হন তিনি।
ব্রিটিশ ট্যাবলয়েড মেট্রোর খবরে বলা হয়, অভিযুক্ত শিক্ষিকার নাম রেবেকা জোয়েন্স। তিনি যুক্তরাজ্যের বাসিন্দা। তার বিরুদ্ধে ১৫ বছর বয়সী ওই ছাত্রকে বেল্ট উপহার দিয়ে যৌন সম্পর্কে জড়ানোর অভিযোগ উঠেছে।
৩০ বছর বয়সী ওই শিক্ষিকার বিরুদ্ধে শিশুর সঙ্গে যৌনকর্ম করার অভিযোগে বিচার চলছে। তার বিচারটি হচ্ছে ম্যানচেস্টারের ক্রাউন কোর্টে।
তবে ওই শিক্ষিকা বিষয়টি অস্বীকার করেন। তিনি জানান, তদন্ত চলার সময় ওই শিক্ষিকাকে বরখাস্ত করা হয়। তবে ওই স্কুল এবং ছাত্রদের কারও নামই প্রকাশ করা হয়নি।তার সাথে কেবল তার সম্পর্কটি শুরু হয়েছিল। আর সে সময়ই তিনি তার চাকরি হারিয়েছিলেন।