হাই পার্কের গ্রেনাডিয়ার পন্ডে বিপুল সংখ্যক মাছ মরে ভাসার ঘটনা তদন্ত করছে বলে জানিয়েছে সিটি অব টরন্টো।
এক বিবৃতিতে সিটি কর্তৃপক্ষ বলেছে, পুকুরে মৃত ভাসমান মাছগুলো ছিল ব্লুজিল। এগুলো উত্তর আমেরিকার মিঠা পানির মাছ, যা সাধারণত পুকুর, নদী ও হ্রদে পাওয়া যায়। এপ্রিলের মাঝামাঝি কোনো এক সময় মাছগুলো মরে যায়।
এক ব্যক্তি বলেন, সম্প্রতি পার্কে গিয়ে শত শত মৃত মাছ আমরা ভাসতে দেখি।
মাছ মরে যাওযার কারণ অনুসন্ধানে টরন্টো অ্যান্ড রিজিয়ন কনজার্ভেশন অথরিটি এবং এনভায়রনমেন্ট, কনজার্ভেশন অ্যান্ড পার্কস বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি আমরাও কাজ করছি। যদিও এই মুহূর্তে এর কারণ অজানাই রয়েছে বলে সিটি কর্তৃপক্ষের একজন মুখপাত্র জানিয়েছেন।
ওই মুখপাত্র আরও বলেন, গত সপ্তাহে পানির নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরীক্ষার ফলাফলের জন্য কর্মকর্তারা এখনো অপেক্ষা করছেন।