
মাতৃত্বকালীন ছুটি নিয়ে ঘরে বসে অলস সময় কাটাচ্ছিলেন ৩৭ বছর বয়সী এক নারী। তাই অনলাইন থেকে বাড়তি আয়ের চেষ্টা করেন।
কিন্তু সেই চেষ্টাতেই মুম্বাইয়ের ওই নারী অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে ৫৪ লাখ রুপি খুইয়েছেন। যা বাংলাদেশি মুদ্রায় ৭৫ লাখ টাকার বেশি। খবর টাইমস অব ইন্ডিয়ার।
পুলিশ জানিয়েছে, ওই নারী ঘরে বাড়তি আয়ের জন্য অনলাইনে চাকরি খুঁজছিলেন। হঠাৎ করে অনলাইনে তার সঙ্গে একজনের পরিচয় হয়। সে তাকে ফ্রিল্যান্সিং করার পরামর্শ দেয়। ফ্রিল্যান্সিং হিসেবে তাকে একটি কোম্পানি অথবা রেস্টুরেন্টের কিছু কাজ দেওয়া হবে। এজন্য তাকে পাঁচটি ধাপ অতিক্রম করতে বলা হয়।
ওই নারী প্রতারণার ফাঁদে পা দিয়ে একটি লিংকে ক্লিক করেন। এতে জানানো হয় কাজ পেতে তাকে কিছু অর্থ বিনিয়োগ করতে হবে। যা পরে ফেরত দেওয়া হবে। এক পর্যায়ে বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে সে ৫৪ লাখ ৩০ হাজার রুপি পরিশোধ করেন। গত ৭ মে থেকে ১০ মে তিনি এ অর্থ পাঠান। এক পর্যায়ে প্রক্রিয়াটি সম্পন্ন হয়। এরপরই তার সঙ্গে ওই প্রতারক যোগাযোগ বন্ধ করে দেয়। তখন তিনি বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন।
এরপরই ওই নারী নাভি মুম্বাই পুলিশের দ্বারস্থ হয়ে অজ্ঞাত চার প্রতারকের বিরুদ্ধ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শুরু করেছে।