
সাইবারস্পেসে মানুষ যাতে তার স্বাধীনতা উপভোগ করতে পারে সেজন্য ঘৃণাত্মক বক্তব্য, ভুয়া তথ্য ও অনলাইন চরমপন্থা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। প্যারিস পিচ ফোরামে অটোয়া থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এ বার্তা দেন তিনি।
মহামারির কারণে বড় ধরনের যে বৈষম্য তৈরি হয়েছে সেদিকে মনোযোগ দেওয়ার পাশাপাশি বৈশি^ক ইনস্টিটিউশনগুলোর পুনরুজ্জীবন এ বছর ফোরামের মূল উদ্দেশ্য।
ট্রুডো বলেন, ডিজিটাল স্পেস যখন শুভ শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে, একই সময়ে তা কোভিড-১৯ ভ্যাকসিন সংক্রান্ত ভুল তথ্য ও চরমপন্থাও ছড়াচ্ছে, গণতন্ত্রের জন্য যা হমকি।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে যৌথভাবে গত বছর গ্লোবাল পার্টনারশিপ অন আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স শীর্ষক
নতুন একটি আন্তর্জাতিক কর্মসূচি প্রতিষ্ঠান করেন কানাডার প্রধানমন্ত্রী। তিনি এদিন ডিজিটাল ডোমেইনের চ্যালেঞ্জ শীর্ষক এককাটি প্যানেলেও বক্তৃতা করেন। সশরীরে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও কানাডার শিল্পমন্ত্রী ফ্রাসোয়াঁ-ফিলিপ শ্যাম্পেইন। ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আয়োজিত এক সম্মেলনেও অংশ নেন শ্যাম্পেইন।