সবক দিতে আসিনি। শুধু পড়তে বলি তাদের, যারা রবীন্দ্রনাথের কপালে লাল ক্রস চিহ্ন দিয়ে কলমে ঘুঙ্গুর বেঁধেছেন। এরপরও যদি জানতে চান রবীন্দ্রনাথকে নিয়ে কবি শামসুর রাহমান এমন কথা কেন লিখেছিলেন। তবে চলে যান তাঁর কাছে। উত্তরটা শুনে আসুন।
…. ‘পরের মুহূর্তে উদ্ভাসিত অপরূপ গুলবাগ,
যেখানে গৌরবে বিদ্যাপতি,
চণ্ডীদাস
শ্রী মধুসূদন দত্ত
লালন ফকির,
নজরুল ইসলাম এবং জীবনানন্দসহ তিরিশের কবিকুল আর ছায়াপ্রায় কেউ কেউ উপবিষ্ট ক’টি রূপালি আসনে
স্বতন্ত্র রবীন্দ্রনাথ স্বর্ণাসনে সমাসীন
তাঁর মাথায় মুকুট।
কবিদের সমাবেশ ঘিরে নক্ষত্রের নাচ চলে, ঝরে শত পারিজাত।
সমাবেশ লক্ষ্য করে এগোতেই একজন দীর্ঘকায় লোক, মুখ তার কাঠিন্যখচিত, বলে দৃঢ় স্বরে,
‘যাও, চলে যাও, এখানে আসন নেই আর।’
বাধা পেয়ে খানিকটা দমে যাই, ক্ষণকাল পরে নিজেকে সামলে নিয়ে, কণ্ঠে ঢেলে অনুনয় বলি
‘আমি চাই না আসন কোনও, শুধু এতটুকু ঠাঁই পেতে চাই তাঁর, রবীন্দ্রনাথের উদার পায়ের কাছে, যদি তিনি অনুমতি দেন।’….