9.7 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

‘প্রেমিকা কবে খুঁজে দেবেন’ পুলিশকে সিঙ্গেল যুবক

‘প্রেমিকা কবে খুঁজে দেবেন’ পুলিশকে সিঙ্গেল যুবক
ছবি সংগৃহীত

‘আমার প্রেমিকা কবে খুঁজে দেবেন? আমি এখনো সিঙ্গেল।’ ভারতের দিল্লি পুলিশের কাছে এভাবেই সাহায্য চাইলেন এক যুবক। আর সেই পোস্ট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত শুক্রবার বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে এক্সে একটি পোস্ট শেয়ার করেছিল দিল্লি পুলিশ। সেই পোস্টে শিবম ভরদ্বাজ নামে এক যুবক প্রেমিকা খুঁজে পেতে পুলিশের সাহায্য চান; যার সঙ্গে মূল পোস্টের বার্তার কোনো সংযোগ নেই।

- Advertisement -

অবিবাহিত শিবম আরও লেখেন, ‘আমার জন্য প্রেমিকা খুঁজতে সাহায্য করা উচিত।’ পরে এ বিষয়ে প্রতিক্রিয়া জানায় দিল্লি পুলিশ। তারা বলে, ‘আমরা আপনাকে সাহায্য করতে পারি, যদি তিনি নিখোঁজ হয়ে যান।’ এছাড়াও দিল্লি পুলিশ বলে, ‘আপনি যদি সিগন্যাল হন, আশা করি সবুজ থাকবেন, লাল নয়।’

এই রসিকতার অর্থ হলো, শিবম ‘সিঙ্গেল’ লিখতে গিয়ে ‘সিগন্যাল’ লিখেছিলেন। দিল্লি পুলিশের ওই পোস্টে বলা হয়, তামাক খাবেন না। এতে দাঁত ও মাড়ি নষ্ট হয়। স্মাইলি ও ইমোজি যুক্ত করে তারা লেখে ‘তামাক কেবল আপনাকে হত্যা করে না, আপনার হাসিও মেরে ফেলে!’

- Advertisement -

Related Articles

Latest Articles