7.3 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

সাবেক স্বামীর জন্য মন খারাপ শ্রীলেখার!

সাবেক স্বামীর জন্য মন খারাপ শ্রীলেখার! - the Bengali Times
জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র

সোশ্যাল মিডিয়ায় বেশ সরব টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। বিভিন্ন সময় ফেসবুক স্ট্যাটাসে ব্যক্তিজীবনের নানা বিষয় তুলে ধরেন তিনি। এবার সাবেক স্বামীর কথা ভেবে মন খারাপের স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেত্রী।

২০০৩ সালের ২০ নভেম্বর শিলাদিত্য স্যান্নালকে বিয়ে করেছিলেন শ্রীলেখা। ১০ বছর সংসার করে ২০১৩ সালে বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন তারা। গতকাল ছিল তাদের বিবাহবার্ষিকী। ৮ বছর আগে সম্পর্কটা শেষ হলেও বিশেষ দিনটিতে স্বামীর জন্য মন খারাপ ছিল শ্রীলেখার। তাইতো ভেঙে যাওয়া বিয়ের তারিখটা মনে রেখে আবেগঘন পোস্ট দিয়েছেন।

- Advertisement -

শনিবার (২০ নভেম্বর) বিয়ের দুটি ছবি শেয়ার করেন শ্রীলেখা। ক্যাপশনে লেখেন, ‘কিছু কিছু দিন জীবনে এমন দাগ কেটে যায় বা এমন ক্ষত দিয়ে যায়, যা চিরতরে থেকে যায়। একইসঙ্গে সেই ক্ষত আবার ভালোলাগারও। ২০০৩ সালের এমনই এক ২০ নভেম্বর বিয়ে করেছিলাম। আর এই ২০ নভেম্বরই আমার বাবার জন্মদিন। দুটো দিনই আজ আমার জীবনে অতীত। বিয়েও অতীত হয়েছে আর বাবাও ছেড়ে চলে গেছে। আমি শুধু স্মৃতির পাতা ওল্টাচ্ছি।’

কিছু দিন আগেই শ্রীলেখার বাবা মারা গেছেন। মৃত্যুর পর এটিই শ্রীলেখার প্রথম জন্মদিন ছিল। তাই বিশেষ দিনটিতে অভিনেত্রীর মন কতখানি ভারি হয়েছে, তা বাড়িয়ে বলা নিষ্প্রয়োজন।

উল্লেখ্য, শ্রীলেখা ও শিলাদিত্যের সংসারে একটি কন্যার জন্ম হয়েছিল। তার নাম ঐশী। মেয়ে এখন মায়ের কাছেই থাকে। তবে বাবার সঙ্গেও যোগাযোগ নিয়মিত। সন্তানের কথা ভেবে শ্রীলেখা ও শিলাদিত্যও তাদের মধ্যে সুন্দর সম্পর্ক বজায় রেখেছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles