6.6 C
Toronto
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

এটাই ভারতীয়দের রং, সেই বিজ্ঞাপন ফেরানো নিয়ে মুখ খুলেলেন সাই

এটাই ভারতীয়দের রং, সেই বিজ্ঞাপন ফেরানো নিয়ে মুখ খুলেলেন সাই - the Bengali Times
অভিনেত্রী সাই পল্লবী

বেশ কিছুদিন আগে তিনি দু-কোটি টাকার একটি ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনের প্রস্তাব নাকচ করেছিলেন দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি নিজেই এ বিষয়ে কথা বলেছেন।

সাই বলেন, ‘ওই ধরনের বিজ্ঞাপন করা মানে ভারতীয় নারীকে অপমান করা। যেটা আমি কখওনই করতে পারব না, এটাই ভারতীয়দের রং।’

- Advertisement -

একজন মানুষের চামড়ার রঙ কালো হতেই পারে, তাই বলে ফর্সা হবার ক্রিম ব্যবহার করার প্রয়োজন নেই, মনে করেন পল্লবী। আফ্রিকানদেরও চামড়ার নিজস্ব রঙ আছে। তাই তিনি এই বিজ্ঞাপনটিকে সমর্থন করেননি। টাকার অঙ্ক বড় হলেও তাঁর কাছে আত্মসম্মান সবার ওপরে।

তার কথায়, ‘আমার চাহিদা কম, শুধুমাত্র টাকা উপার্জন করা আমার লক্ষ্য নয়। আমার চারপাশের মানুষ খুশি থাকুক সেটাই আমি চাই। আমি বাড়ি গিয়ে পরিবারের সঙ্গে একই টেবিলে খাব, এর থেকে বেশি কিছু আশা করি না।’

‘ফিদা’ ও ‘প্রেমাম’-এ দারুণ সাফল্যের পর তামিল অভিনেত্রী সাই পল্লবীর চর্চা এখন তুঙ্গে। মালয়ালম, তামিল এবং তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতেও জনপ্রিয়তা অর্জন করেছেন সাই পল্লবী। তিনি এখন পরবর্তী ছবি এন জি কে-এর মুক্তির অপেক্ষায় রয়েছেন।

সূত্র : আনন্দবাজার পত্রিকা।

- Advertisement -

Related Articles

Latest Articles