2.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

সিঙ্গাপুরে ঈদের ছুটি কাটাচ্ছেন অধরা

সিঙ্গাপুরে ঈদের ছুটি কাটাচ্ছেন অধরা - the Bengali Times
উষ্ণতা ছড়াচ্ছেন অধরা

সামাজিক মাধ্যমেখোলামেলা ছবি পোস্ট করে আলোচনায় থাকেন চিত্রনায়িকা অধরা খান। তাকে দেশে পাওয়া যায় কম, বছরের বেশির ভাগ সময়ই থাকেন বিদেশ ভ্রমণে। আর সেসব সফর থেকেই প্রায় সময় বিভিন্ন লুকে ছবি পোস্ট করেন।

ঈদের রেশ শেষ না হতেই ফের খোলামেলা ছবি নিয়ে হাজির এই নায়িকা। সিঙ্গাপুরে কোনো এক সুইমিং পুলের পাশে দাঁড়িয়ে একাধিক পোজে ছবি তুলছেন অধরা আর ছড়াচ্ছেন উষ্ণতা। সময়টা তিনি বেশ উপভোগ করছেন তা ছবি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে।

- Advertisement -

ছবি পোস্ট করেই জানালেন তিনি এখন সিঙ্গাপুরে ঈদের ছুটি কাটাচ্ছেন। এরপর আরেক ধাপ ছবি পোস্ট করে বললেন, চমৎকার একটি দিন কাটালাম। এটার প্রয়োজন ছিল।

অধরার এসব ছবির নিচে নেটিজেনরা নানারকম মন্তব্য করছেন। ইতিবাচক কিংবা নেতিবাচক কোনো প্রকার মন্তব্যই নজরে নিচ্ছেন না অধরা।

প্রসঙ্গত, কিছুদিন আগেই ‘ঋতুকামিনী’ সিনেমার শুটিং শেষ করেছেন অধরা খান। এতে তার বিপরীতে রয়েছেন আবদুন নূর সজল। জাহিদ হোসেন পরিচালিত সিনেমায় আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপা খন্দকার ও রুনা খানসহ অনেকে।

অধরা খান অভিনীত ‘নায়ক’, ‘মাতাল’, ‘পাগলের মতো ভালোবাসি’, ‘সুলতানপুর’ সিনেমাগুলো মুক্তি পেয়েছে। এই নায়িকার মুক্তি প্রতীক্ষিত সিনেমার মধ্যে রয়েছে ওহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত ‘দখিন দুয়ার’ ।

- Advertisement -

Related Articles

Latest Articles