
রূপা আমাকে ভালোবাসে, আমি রূপাকে ভালোবাসি
আসলে আমরা কবিতাকে ভালোবাসি।
রূপা আমাকে ঘৃণা করে, আমিও রূপাকে ঘৃণা করি
আসলে আমরা পাকিস্তানকে ঘৃণা করি।
জন্মসূত্রে প্রাপ্ত রূপার ধর্ম আর আমার ধর্ম দুই দুগুণে অনেক
কিন্তু আমাদের যৌথ ধর্ম এক এবং একই।
আমি কবিতার সৌন্দর্য লিখি, রূপা তার সৌরভ ছড়ায়
আসলে আমরা আবৃত্তির পিতামাতা।
দোস্ত রূপা আমাকে তুই করে ডাকে এবং আমিও
আসলে আমরা হয়তো পরষ্পরকে ‘আপনি’ করেই বলি।
রূপা আমাকে ঈর্ষা করে আর আমিও রূপাকে ঈর্ষা করি
আমাদের ঈর্ষার নাম- বাংলাদেশ।
টরন্টো, কানাডা