10.7 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

আধ্যাত্মিকতা ও ঐক্যের মিলনমেলা

আধ্যাত্মিকতা ও ঐক্যের মিলনমেলা
আহমদিয়া মুসলিম কমিউনিটি কানাডা ২০২৪ সালের ৫ ৭ জুলাই অন্টারিওর ব্র্যাডফোর্ডে ৪৬তম বার্ষিক জলসা সালানা সম্মেলনের আয়োজন করছে

আহমদিয়া মুসলিম কমিউনিটি কানাডা ২০২৪ সালের ৫-৭ জুলাই অন্টারিওর ব্র্যাডফোর্ডে ৪৬তম বার্ষিক জলসা সালানা সম্মেলনের আয়োজন করছে। “বিভক্ত বিশ্বকে নিরাময়” থিমে আয়োজিত এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ২৫,০০০ অংশগ্রহণকারীর যোগদানের প্রত্যাশা করা হচ্ছে।

এই তিন দিনব্যাপী অনুষ্ঠানে কুরআনের গভীর জ্ঞান এবং সমসাময়িক চ্যালেঞ্জগুলির সাথে এর প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা হবে। বিশিষ্ট ধর্মীয় নেতা, সংসদ সদস্য এবং কূটনীতিকরা শান্তি, সদিচ্ছা এবং ধর্মীয় সম্প্রীতি প্রচারের বিষয়ে বক্তব্য রাখবেন।

- Advertisement -

আহমদিয়া মুসলিম কমিউনিটির এই ঐতিহ্যবাহী সম্মেলন শান্তির প্রতি অঙ্গীকার এবং চরমপন্থা প্রত্যাখ্যানের বার্তা বহন করে। আধ্যাত্মিক বৃদ্ধি, জ্ঞান এবং ঐক্যের এই অনন্য মিলনমেলায় যোগদানের জন্য সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles