1.3 C
Toronto
শনিবার, মার্চ ২২, ২০২৫

দিঘীর বিয়ের কার্ড, অনামিকায় এনগেজমেন্ট রিংয়ের রহস্য ফাঁস

দিঘীর বিয়ের কার্ড, অনামিকায় এনগেজমেন্ট রিংয়ের রহস্য ফাঁস - the Bengali Times
চিত্রানায়িকা প্রার্থনা ফারদিন দীঘি

বিয়ে করছেন চিত্রানায়িকা প্রার্থনা ফারদিন দীঘি? নেট দুনিয়ায় এমন আলোচনা ঘুরপাক খাচ্ছে। গতকাল রাতে দীঘির এক ফেসবুক পোস্ট থেকেই আলোচনার শুরু। সেখানে একটি বিয়ের কার্ড পোস্ট করেন দীঘি।

কার্ডটির একটি অংশে লেহেঙ্গা পরা তার একটি ছবি দেখা গেছে। আর বাকি অংশ ঢাকা হাত দিয়ে। দীঘির অনামিকায় শোভা পাচ্ছে এনগেজমেন্ট রিং।
অনেকেই ভেবেছিলেন বিয়ে করছেন এই অভিনেত্রী। ক্যাপশনে দীঘি লিখেছেন, ‘আর অপেক্ষা করতে পারছি না। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’

- Advertisement -

কয়েকদিন দিঘীর বিয়ের কার্ড নিয়ে রহস্য থাকলেও বৃহস্পতিবার রাতে বিষয়টি জানিয়ে নিজের ফেসবুকে দিঘী লিখেছেন, ‘বিয়েটা কিন্তু প্রিয়ন্তীর। আর যারা যারা আমার বিয়ে ভেবে অনেক বেশি এক্সাইটেড ছিলেন তাদের জন্য অল্প একটু সমবেদনা!’

ওটিটি প্ল্যাটফর্ম চরকির একটা নতুন প্রজেক্টের প্রচারণার অংশ হিসেবে এটা প্রচার করেছিলেন এই অভিনেত্রী।

- Advertisement -

Related Articles

Latest Articles