9.9 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

স্ত্রীকে চুমু খেয়ে জরিমানা দিলেন স্বামী

স্ত্রীকে চুমু খেয়ে জরিমানা দিলেন স্বামী
ছবি সংগৃহীত

স্ত্রীকে চুমু খেয়ে ২০০ সুইস ফ্রাঁ (২২৩ মার্কিন ডলার) জরিমানা দিতে হলো স্বামীর। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার। সেদিন ফ্রান্সের বারগান্ডি অঞ্চলে ট্যুর ডি ফ্রান্সের সপ্তম পর্যায়ের প্রতিযোগিতা চলছিল।

বিবিসি জানিয়েছে, প্রতিযোগিতায় সাইকেল নিয়ে ২৩ দশমিক ৩ কিলোমিটারের টাইম ট্রায়ালে ছুটছিল সাইক্লিস্টরা। তাদের মধ্যে একজন জুলিয়ঁ বেহনার্দ। রাস্তার দুই পাশের দর্শকরা করতালি দিয়ে উৎসাহ দিচ্ছিল তাদের। সেই দলে ছিলেন বেহনার্দের স্ত্রীও। হঠাৎ স্ত্রীকে দেখে সাইকেলের গতি থামিয়ে চুমু খান তিনি। এ কাণ্ডের জন্য তাকে ক্ষমাও চাইতে হয়েছে।

- Advertisement -

এ ঘটনায় বেহনার্দ খেলার ভাবমূর্তি নষ্ট করেছেন বলে অভিযোগ তোলে ইন্টারন্যাশনাল সাইক্লিং ইউনিয়ন (ইউসিআই)। এজন্য তাকে জরিমানা করা হয়। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে বেহনার্দ ইউসিআইয়ের কাছে বিষয়টির জন্য ক্ষমা চেয়েছেন। তবে তিনি আরও বলেছেন মুহূর্তটি স্মরণীয় করে রাখতে প্রতিদিন জরিমানা দিতে রাজি আছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles