-0.8 C
Toronto
বুধবার, মার্চ ১২, ২০২৫

সেইন্ট চার্চের জন্য ১০ লাখ ডলার তহবিল সংগ্রহের লক্ষ্য

সেইন্ট চার্চের জন্য ১০ লাখ ডলার তহবিল সংগ্রহের লক্ষ্য
সেইন্ট চার্চের জন্য ১০ লাখ ডলার তহবিল সংগ্রহের লক্ষ্য

আগুনে মারাত্মক ক্ষতিগ্রস্ত টরন্টোর ঐতিহাসিক চার্চের সহায়তায় ১০ লাখ তহবিল সংগ্রহের পরিকল্পনা করছে একটি অনলাইন তহবিল সংগ্রহ প্ল্যাটফরম। ঐতিহাসিক সাইট সেইন্ট অ্যাঙ্গলিকান চার্চে তিন গ্রুপ অব সেভেন সদস্যের পেইন্টিং ছিল। পাশাপাশি সেখানে অন্যান্য কানাডিয়ান শিল্পীদের পেইন্টিংও ছিল।

৯ জুনের আগুনে ভবনের ডোম ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি ১৯০০ সালের দিকে নির্মিত বাইজেনস্টাইল চার্চটির অবশিষ্টাংশও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুনের সময় চার্চটির ভেতরে কেউ ছিলেন না।

- Advertisement -

সেইন্ট অ্যানি’স কয়ারের একজন সদস্য গোফান্ডমিতে তহবিল সংগ্রহ শুরু করেন। ১২ জুন পর্যন্ত তারা ১২ হাজার ডলারের বেশি সংগ্রহ করেছে। ইসাবেলা ফ্যাভোরা তার তহবিল সংগ্রহ আবেদনে বলেছেন, সব অনুদান চার্চচি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে, কয়ার সরঞ্জাম ও হারিয়ে যাওয়া সংগীত ফিরিয়ে আনতে ব্যয় হবে। সেই সঙ্গে অন্তবর্তীকালীন প্রার্থনার আয়োজন যাতে করা যায় সেই ব্যবস্থাও করা হবে।

টরন্টো পুলিশ বলেছে, এই মুহূর্তে আগেিনর পেছনে সন্দেহজনক কিছু দেখা হচ্ছে না। অফিস অব দ্য ফায়ার মার্শাল এর তদন্ত করছে।

This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

- Advertisement -

Related Articles

Latest Articles