10.1 C
Toronto
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

হার্দিকের পাশে অন্য নারী, স্ত্রীর রহস্যময় পোস্ট

হার্দিকের পাশে অন্য নারী, স্ত্রীর রহস্যময় পোস্ট - the Bengali Times
হার্দিকের এই ছবিটিই ভাইরাল হয়েছে ইনস্টাগ্রাম

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক হার্দিক পান্ডিয়ার ব্যক্তিগত জীবন নিয়ে অনেকদিন ধরেই নানা গুঞ্জন শোনা যাচ্ছে। ভারতীয় মিডিয়াগুলো দাবি করছে, স্ত্রী নাতাশা স্তানকোভিচের সঙ্গে নাকি হার্দিকের সম্পর্ক ভালো নয়। বিচ্ছেদের গুঞ্জনও আছে। এর মাঝেই অন্য এক নারীর সঙ্গে ক্যামেরাবন্দি হলেন হার্দিক। সেই ছবি পোস্টের পর হার্দিকের স্ত্রী নাতাশাও রহস্যময় পোস্ট দিয়েছেন।

হার্দিকের সঙ্গে যে নারীর ছবি ভাইরাল হয়েছে, তার নাম প্রাচী সোলাঙ্কি। পেশায় তিনি একজন মেকআপ আর্টিস্ট। ক্রিকেট নিয়েও প্রাচীর বেশ আগ্রহ আছে। তাই হার্দিককে পেয়ে ছবি তোলার সুযোগ হারাতে চাননি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে প্রাচী লিখেছেন, “আমাকে কেউ চিমটি দাও! ধন্যবাদ হার্দিক পান্ডিয়া।” এছাড়া আরেকটি ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, “যখন বিশ্বকাপের নায়কের সঙ্গে দেখা হয়।”

হার্দিক-প্রাচীর এই ছবি ছড়িয়ে পড়ায় ভারতের ক্রিকেটাঙ্গনে নতুন গুঞ্জন শুরু হয়েছে। কেউ কেউ দাবি করছেন, প্রাচীই হয়তো হার্দিকের নতুন প্রেমিকা। তাছাড়া গত কিছুদিন ধরেই নাতাশার সঙ্গে নাকি হার্দিকের ছবিও দেখা যাচ্ছে না। আবার হার্দিক-প্রাচীর ছবি ভাইরাল হতেই নাতাশাও তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেন, “সব হারালেও ঈশ্বরে বিশ্বাস হারিয়ে ফেলো না।” নাতাশা কি হার্দিককে হারিয়ে ফেলার কথাই বললেন?

- Advertisement -

Related Articles

Latest Articles