12.9 C
Toronto
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

সিঙ্গাপুরে গিয়ে যা ঘটালেন রোশনি

সিঙ্গাপুরে গিয়ে যা ঘটালেন রোশনি - the Bengali Times
রোশনি ও তুর্য

কলকাতার অভিনেত্রী রোশনি ভট্টাচার্য সিঙ্গাপুরে ঘুরতে গিয়েছেন । সপ্তাহ ধরে শহরের বাইরেই তিনি। ব্যস্ততার মাঝেই সময় বের করে পাড়ি দিয়েছেন সিঙ্গাপুরে। সম্প্রতি সামাজিক মাধ্যমে এই সফর নিয়ে ঝলকানি দিলেন অভিনেত্রী।

অভিনেত্রী যে ছবিগুলো শেয়ার করেছেন, তাতে দেখা যায়- সিঙ্গাপুরের বিখ্যাত বিনোদন পার্ক ইউনিভার্সাল স্টুডিওতে আনন্দে মেতেছেন রোশনি। অভিনেত্রীর সঙ্গে রয়েছেন তার স্বামী তূর্য সেন।

- Advertisement -

শোভন-সোহিনীর বিয়ে, কী থাকছে মেনুতেশোভন-সোহিনীর বিয়ে, কী থাকছে মেনুতে
গত বুধবার দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দ্বীপরাষ্ট্রে পাড়ি দেন রোশনী। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে এ সফর নিয়ে অভিনেত্রী জানান, তার স্বামীর ব্যবসায়ীক কাজের উদ্দেশ্যেই সিঙ্গাপুর সফর। পেশাগত প্রয়োজনে তূর্যকে প্রায়ই সিঙ্গাপুর যেতে হয়। সিঙ্গাপুর তার পছন্দের দেশ। বছরে অন্তত এক বার তারা সেখানে ঘুরতে যাওয়ার চেষ্টা করেন।

রোশনি বলেন, ‘আমরা দু’জনেই খেতে খুব ভালোsবাসি। আর এই দেশটা ভোজনরসিকদের জন্য স্বর্গ। চার দিনে নানা ধরনের খাবার খেয়েছি। খাওয়াদাওয়ার পাশাপাশি প্রচুর কেনাকাটাও করেছি।’

সিঙ্গাপুরের অন্যতম দর্শনীয় স্থান ইউনিভার্সাল স্টুডিও। সেখানে যে দম্পতি চুটিয়ে মজা করেছেন, তা ছবি থেকেই স্পষ্ট।

সম্প্রতি ‘অতি উত্তম’ ছবিতে দেখা গেছে রোশনিকে। শহরে ফিরেই আবার শ্যুটিংয়ে ব্যস্ত হয়ে পড়বেন বলে শোনা যাচ্ছে।

 

- Advertisement -

Related Articles

Latest Articles