4.7 C
Toronto
বুধবার, মার্চ ১৯, ২০২৫

‘এখানে দ্বিতীয়বারের মতো এলাম’

‘এখানে দ্বিতীয়বারের মতো এলাম’ - the Bengali Times
সাবিলা নূর

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। এরপর অভিনয় জগতে এসে ভক্তদের উপহার দিয়েছেন বিভিন্ন নাটক ও ওয়েব সিরিজ।

সম্প্রতি এক ফেসবুক পোস্টে লিখেছেন, ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৪ এ আমার কাজের স্বীকৃতি দেওয়ার জন্য এবং ময়ুরপুচ্চো কাকের জন্য সেরা নাট্য অভিনেত্রীর পুরস্কার দিয়ে আমাকে সম্মানিত করার জন্য ধন্যবাদ। আলমগীর খান আলম ভাইয়া এবং সকল আয়োজকদের বাফেলোতে এমন একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্যও ধন্যবাদ জানান তিনি।

- Advertisement -

সাবিলা নূর বেশ কয়েকটি নাটক ও ওয়েব সিরিজে কাজ করেছেন। কাজের ব্যস্ততা থেকে ছুটি নিয়ে এখন বেশ আরামেই দিন কাটাচ্ছেন অভিনেত্রী। গিয়েছেন আমিরকায়। সেখান থেকে নিজের খোঁজ-খবর নিয়মিত জানাচ্ছেন অনুরাগীদের।

সম্প্রতি নায়াগ্রা জলপ্রপাতে গিয়ে বেশকিছু ছবি তুলেছেন তিনি। সামাজিক মাধ্যমে সাবিলা জানান, এই স্থানে অভিনেত্রীর দ্বিতীয় ভ্রমণ এটি। সঙ্গে কিছু ছবি যোগ করে অভিনেত্রী লিখেছেন, ‘নায়াগ্রা জলপ্রপাতে দ্বিতীয়বারের মত আসলাম, তারপরও এই স্থানটি রীতিমতো আমার মন দুলিয়ে যাচ্ছে।’

এ সময় অভিনেত্রীকে বেশ ফরমাল লুকে দেখা যায়। কানে ইয়ার অর্নামেন্ট, চোখে সানগ্লাস। পরনে সাদা নিট শার্ট, প্যান্ট। সঙ্গে নিট শার্টের ওপর ওপেন চেস্ট ব্লু জিন্স শার্ট; সব মিলিয়ে তার বেশভূষাকে যেন অনন্য মাত্রায় নিয়ে যায়।

- Advertisement -

Related Articles

Latest Articles