6.6 C
Toronto
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

গাড়ি থেকে নেমে দৌড় দেন যুবলীগ নেতা, ধাওয়া করে কোপাল দুর্বৃত্তরা

গাড়ি থেকে নেমে দৌড় দেন যুবলীগ নেতা, ধাওয়া করে কোপাল দুর্বৃত্তরা - the Bengali Times
যুবলীগ নেতা জালাল উদ্দিন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। রবিবার ভোর ৬টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের মনু মিয়া দীঘি সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। নিহত জালাল উদ্দিন (৩৭) উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত আলতাফ মুন্সীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জালাল পেশায় মাছ ব্যবসায়ী হলেও স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিবেশী কয়েকজনের সঙ্গে বেশ কয়েক বছর ধরে তার বিরোধ চলছিল। এ নিয়ে তাদের মধ্যে একাধিকবার হামলা-মামলাও হয়েছে। সেই শত্রুতার কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছেন স্বজন ও স্থানীয়রা।

- Advertisement -

ঘটনার প্রত্যক্ষদর্শী ও গ্রাম পুলিশ মো.মহিউদ্দিন জানান, ভোর সকালে একটি সিএনজিচালিত অটোরিকশা করে জালালসহ আমি কালা বিবি দীঘির মোড়ে আড়তে মাছ কিনতে যাচ্ছিলাম। যাওয়ার পথে মনু মিয়া দীঘি সংলগ্ন সড়কে পৌঁছালে একটি অটোরিকশা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আমাদের গাড়িটি গতিরোধ করে। এ সময় জালাল গাড়ি থেকে নেমে দৌঁড়ে পালানোর সময় তাকে ধাওয়া করে ধরে ফেলে দুর্বৃত্তরা। এরপর মোখতার, নুর হোসেনসহ পাঁচজন লোক জালালকে এলোপাতাড়ি কোপানো শুরু করে। আমরা চিৎকার দিলে জালালকে ফেলে রেখে তারা চলে যায়। পরে গুরুতর অবস্থায় জালালকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহম্মদ বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

- Advertisement -

Related Articles

Latest Articles