
চোট পেয়েছিলেন প্রথমার্ধের ৩৫ মিনিটেই। দৌড়াতে গিয়ে আবার পুরনো জায়গাতেই চোট পেলেন লিওনেল মেসি। ৬৬ মিনিটে তাই মাঠ ছাড়তে হলো আর্জেন্টিনার অধিনায়ককে।
মেসিকে এই ভাবে আগে কখনও দেখা যায়নি। রিজার্ভ বেঞ্চে বসেই হাউ হাউ করে কেঁদে ফেললেন তিনি। চোখ বেয়ে গড়িয়ে এসেছিল পানি। কোনো মতে দু’হাত চাপা দিয়ে আটকালেও নিজেকে সামলাতে পারলেন না। পায়ের গোড়ালি অনেকটাই ফুলে গিয়েছে তার।
মেসিকে উঠিয়ে নেওয়ার ৪ মিনিট পর মন্তিয়েলকেও তুলে নেন লিওনেল স্কলানি। মেসিকে ছাড়া আর্জেন্টিনার খেলা একটু ছন্নছাড়া লাগছে।
আক্রমণ হচ্ছে কিন্তু তা দানা বাঁধছে না। এবার আর্জেন্টিনাও পাল্টা মারের রাস্তা নিয়েছে। ফলে অনেক ফাউল হচ্ছে।