
আমার কাছে একজন আপা কমেন্টে জানতে চেয়েছেন “আপা, কানাডায় ওয়ার্ক ভিসা হয়?”
এই একটা প্রশ্ন প্রায় সবাই জানতে চান। আমি ওনাকে বলেছিলাম, এটা ডিফিকাল্ট। তখন উনি যেটা বললেন অনেকেই একই সমস্যার সম্মুখিন হয়েছেন।
উনি বললেন, “আপা, অন্টারিওতে থাকে একজন মহিলা সে আমাকে বলেছে ‘আমরা একটা কোম্পানি আছে। আমি তোমার husbandকে ভিজিট ভিসায় এনে ওয়ার্ক পারমিটে পরিবর্তন করব।’
ঐ আপা আরো বলেন, “তারপর ঐ মহিলা আমার কাছ থেকে টাকা নিয়ে এখন আর যোগাযোগ করে না। আমার টাকাটা মেরে দিয়েছে।”
এটা হলো কমন ঘটনা। যারা কানাডায় থাকে, এমন সব প্রলভন দেখায় তাদের আপনারা একেবারে মক্কার হুজুর মনে করেন। হুজুর যে কথা বলবে সেটাই 100% ঠিক। ফলে রেজাল্টও সেই মতো পাওয়া যায়।
এখন ওয়ার্ক পারমিট সম্পর্কে আপনাদের একটা ধারণা দিই শুনুন।
কানাডায় ওয়ার্ক পারমিট পেতে গেলে আপনাকে কানাডিয়ান কোম্পানি থেকে একটা জব অফার পেতে হবে সোজা কথায়। এখন কথা হলো যে কেউ জব অফার আপনাকে দিয়ে দিলে কি হবে? উত্তর না। নিয়ম অনুযায়ী বৈধভাবে যেটা হওয়ার কথা সেটা হলো, যে কানাডিয়ান কোম্পানি আপনাকে একটা জব অফার দেবে সেই কোম্পানিকে আগে কিছু requirements মিট করতে হবে। যেমন ফরেন ইমপ্লয়ি হায়ার করতে হলে জবটার জন্য Labour Market Impact Assessment (LMIA) এপ্রুফড হতে হবে। LMIA কে সেই কোম্পানি প্রমাণ করবে যে সে যে জবের জন্য ফরেন ওয়ার্কার হায়ার করতে চাচ্ছে সেই ওয়ার্কার এই জবের জন্য কানাডায় খুঁজে পাওয়া যায় নি। এই কাজের জন্য তাদের ফরেন ওয়ার্কার দরকার।
এখন কারোর যদি একটা কাপড়ের স্টোর থাকে সেই কাজের জন্য কি সরকার ফরেন থেকে ওয়ার্কার আনার অনুমতি দেবেন? না। কারণ কানাডিয়ানরাই তো জব পাচ্ছে না। ওসব করার জন্য কানাডিয়ান ওয়ার্কার অনেক পাওয়া যাবে। তাছাড়াও ঐ কোম্পানিকে আরো অনেক requirements মিট করতে হয়। তারপর যদি LMIA এপ্রুভড হয় তখন ফরেন ওয়ার্কার হায়ার করা যায়।
এটা অত্যন্ত কঠিন। এটা পাওয়া যায় না বললেও ভুল হবে না। তবে সেটা সাধারণ ক্যাটাগরির মানুষের জন্য।
ইন্ডিয়ায় যারা আইটি প্রফেশনে ওখানকার কোম্পানিতে চাকরি করে সেই কোম্পানির কানাডার শাখা ঐ আইটি প্রফেশনালকে ওয়ার্ক পারমিট দিয়ে আনতে পারে। সেটা কিন্তু আলাদা কথা।
এখন কানাডা থেকে আপনাকে যে কেউ বলে দিল যে তার একটা কোম্পানি আছে। আপনাকে ভিজিট ভিসায় এনে ওয়ার্ক পারমিটে পরিবর্তন করাবে। আপনি কীভাবে এটা বিশ্বাস করেন? কীভাবে তাদের হাতে আপনার জমানো সব অর্থ তুলে দেন? তার ওপর তো কোনো কিছু ঘটার আগেই সে আপনার টাকা নিয়ে নিয়েছে। আপনি যদি না দিতেন, তাহলে তো ঐ প্রতারক নিতে পারত না। দেশ থেকে আপনাকে জব দিয়ে ওয়ার্ক পারমিটে কানাডায় এনে দেবে এতটা সহজ এখনো হয় নি। অনেক প্রতারক এমনটা বলে টাকা হাতিয়ে নিচ্ছে। আপনার কাজ হলো প্রতারণার ফাঁদে না পড়া।
যে কোনো মাধ্যমে কানাডায় এখন ভিজিট ভিসায় আসছে প্রচুর মানুষ বিভিন্ন দেশ থেকে।
আসার পর,
একদল, সরাসরি asylum seek করে দিয়ে ওয়ার্ক পারমিটে থাকছে। PR এর জন্য বছরের পর বছর চেষ্টা। সে অবধি জীবনটা টেনে নিতে করুন পরিণতিতে দাঁড়ায়। সোজা কথা যত সহজে asylum seek করা যায়, ততটা সহজে কিন্তু বাকিটা পথ পার করা যায় না।
আরেকদল, কোনোভাবে ভিজিট ভিসায় এসে বিভিন্ন কৌশলে ওয়ার্ক পারমিট আগে করে নেন জব পাওয়ার আগে। তারপর তারা জব খুঁজতে থাকেন। ইনাদের বেলাতেও কিন্তু চলার পথ মসৃণ না মোটেও। কারণ তারা কাজই তো খুঁজে পান না। দেশ থেকে এনে খরচ করতে হয়। কত টাকা যে আনতে তারাই ভালো জানেন।
ভিজিট ভিসায় এসে কৌশলে ওয়ার্ক পারমিটে যাওয়া মোটেও ভালো সিদ্ধান্ত না।
আর কানাডা থেকে আপনাকে কেউ প্রলভন দেখাবে আর আপনি কানামাছি খেলার মতো অন্ধ হয়ে তার হাতে টাকা তুলে দেবেন পরিণাম তাহলে এমনই হবে।
আল্লাহ আপনাদের সুস্থ রাখুন।
টরন্টো, কানাডা