
নেত্রকোণার পৌর শহরের রাস্তার পাশে ঝোপে পড়ে থাকা এক নবজাতককে (মেয়ে) উদ্ধার করেছেন স্থানীয়রা। বুধবার (১৭ জুলাই) দুপুরে নেত্রকোণা পৌর শহরের উলুয়াটি সড়কের প্রাইমারি বিদ্যালয়ের পাশে ঝোপ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
জানা গেছে, দুপুরে রাস্তা দিয়ে যাওয়ার সময় বিদ্যালয়ের পাশে ঝোপের মধ্যে কান্নার আওয়াজ শুনতে পান এক সাইকেল আরোহী। তিনি স্থানীয় বাসিন্দা রীনা আক্তার ও নুরুল ইসলামকে জানালে তারা নবজাতকটিকে উদ্ধার করেন। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ, জনপ্রতিনিধি ও সমাজসেবার সহযোগিতায় জেলা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয় শিশুটিকে।
শিশু উদ্ধারকারী রীনা আক্তার জানান, বিদ্যালয়ের পাশে একটি ঝুপড়ির মধ্যে নবজাতকটিকে এক সাইকেল আরোহী দেখতে পান। বিষয়টি আমাদেরকে জানালে আমি এবং নুরুল ইসলাম চাচা নবজাতকটিকে কোলে তুলে নেই। পরে এলাকার লোকজন পুলিশকে খবর দিলে, পুলিশ এসে আমাকে সাথে যেতে বলে। তখন আমি শিশুটিকে নিয়ে হাসপাতালে নার্সদের হাতে দিয়ে আসি।
শিশু বিভাগের (নিবিড় পরিচর্যা ওয়ার্ড) ইনচার্জ মাসুমা আক্তার বলেন, ধারণা করা হচ্ছে আজকে জন্ম নেয়ার পরপরই নাভি কেটে নবজাতককে ফেলে দেওয়া হয়েছে।
হাসপাতাল সমাজসেবার দায়িত্বে থাকা মনিরুজ্জামান সোহাগ জানান, আইনি প্রক্রিয়া শেষ হওয়ার আগ পর্যন্ত শিশুর সব ধরনের দায়িত্ব সমাজসেবা পালন করবে। এমনকি সার্বক্ষণিক শিশুর তত্বাবধানেও থাকছি আমরা।
নেত্রকোণা মডেল থানার নারী ও শিশু ডেস্কের ইনচার্জ রাজিয়া আক্তার জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নবজাতকটি উদ্ধার করে আইনিভাবে হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়েছে। এছাড়াও এই শিশুর প্রকৃত বাবা মা কে খুঁজে বের করার চেষ্টা চলছে।
সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর শাশীম রেজা খান জানান, নবজাতক উদ্ধারের খবর ছড়িয়ে পড়ার পরপরই দত্তক নিতে সন্তানহীন প্রায় ৩০ জনের মতো মৌখিক আবেদন জানিয়েছে।