
আমার বাবা বেঁচে ছিলেন ৮০ বছর , পিতামহ ৯০ বছর , প্রপিতামহ মাত্র ৩৫ বছর ( গুপ্তহত্যার শিকার ) এবং মহান পিতামহ বেঁচে ছিলেন ১০৫ বছর । এদের সাথে মহানবীর প্রাপ্ত ৬২ বছর বয়স যোগ করলে গড় বয়স দাঁড়ায় “সাড়ে চুয়াত্তর” বছর । সৃষ্টিকর্তা করুণাপরবশ হয়ে বয়স বরাদ্দের উত্তরাধিকারের সে ধারা অব্যাহত রাখলে বেঁচে থাকার সম্ভাবনা আর মাত্র সাড়ে চব্বিশ বছর !
এ অনুমান সম্পূর্ণ মিথ্যে জেনেও বাসনার বশে মন অবিরত আলেয়ার পিছে পাগলের মতো ধায়•••••।
পথে যদি একটু জিরিয়ে নেই , সিনেমার ফ্ল্যশব্যাকের মতো পিছন ফিরে তাকাই ! আমি কী দেখি ••••••?
এ জীবন ছোট হলেও নয়তো ততো ছোট ! তসবিহ মালার মতো সময়ের গুটিতে বাঁধা এ ক্ষুদ্র জীবনেও মানুষ পৃথিবীর জন্য কল্যানকর কতো কিছুইতো করেছে !
একটা নির্বোধ গাধাও মানব কল্যানে কতো ভার বয়ে তার জীবন ধন্য করেছে । ক্ষুদ্র মৌমাছি মধু সঞ্চার করে মানব জাতিকে করেছে চিরঋণী।
দিনের আলো নিভে গেলে মনে ভাবি বেঞ্জামিন ফ্রাংকলিন , ভোল্ট , এডিসনরা নিশিথের পৃথিবীকে আলো দিতে কত বিনিদ্র রজনী কাটিয়েছেন !
কত পন্ডিত চোখের জ্যোতি হরিয়েছেন পরিশ্রম-গবেষনায় পথ্য বা ফসলের উদ্ভাবনে , মানুষের ক্ষুধা মেটাতে , জীবন বাঁচাতে । রোদে পোড়া , বৃষ্টিতে ভেজা কত মজুরের ঘার্মাক্ত দীর্ঘশ্বাসের পালকিতে চড়ে সে বসন এসেছে গায়ে , জীবিকা এসেছে থালায় !
নিরাপদ সুখ-ঘুম নিশ্চিতে সুউচ্চ এ সভ্যতায় কত শ্রমিকের হাত পড়েছে কাটা , থেঁতলেছে তাঁর জীবন !
দ্রুত পথ দৌড়াই , আকাশে উড়াল দেই কত সহজেই কত স্বার্থক সন্তানের কল্যানময়ী জীবনের শত সাধনায় !
কালে কালে মুক্তির জন্য কত বিপ্লবী হয়েছে বলিদান অকাতরে !
পাখি গান গেয়ে ভোরের আলো ফোটায় । ফুল-ফলে ভরে দেয় গাছ তরু লতা তার ডালে , জীবন দিয়ে প্রকৃতিকে সাজায় , সুরভিত করে তোলে অপরুপ দৃশ্যে !
আমিতো কিছু করি নাই প্রভু !
শুধু চোখে ঠুলি দিয়ে রইলাম , দু’হাত চেপে কানে । পেট ভরে খেলাম , নিজের স্বার্থ কড়ায়-গন্ডায় পাই পাই করে বুঝে নিলাম ! হৃদয়টা বিষাক্ত ভিনেগারে যত্নে ভিজিয়ে রাখলাম ! হৃদপিন্ডের ময়নাতদন্ত করলে দেখা যাবে হিংসা বিদ্বেষ লোভ ঘৃণা জেদ পরশ্রীকাতরতা মনের পাতালে স্তরে স্তরে দলা পাকিয়ে আছে ।
মনে ভয় ডর জাগে না – শেষ স্থান স্বর্গে হবে , না দোজখে । সে দায় না হয় তোমারই রইল , যেহেতু তুমি সৃষ্টি করেছো আমায় , তোমার নিজের ইচ্ছায় আপন মহিমায় ।
যদি প্রশ্ন করো – আমিতো তোমায় দিয়েছি সবই । কী তোমার অবদান মানবের কল্যানে , কী তোমার কর্ম পৃথিবীর ‘পরে ?
লাজে মরি প্রভু , কী জবাব দিব তোমায় ৫০শের এ অসার জীবনে ! আবেদন •••••আমার ••
যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে ,
তোমার ওই বাদল-বায়ে দিক জাগায়ে সেই শাখারে ••••!!
টরন্টো, কানাডা