7.3 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

মোবাইল ইন্টারনেট কবে চালু হতে পারে? যা জানালেন প্রতিমন্ত্রী

মোবাইল ইন্টারনেট কবে চালু হতে পারে? যা জানালেন প্রতিমন্ত্রী

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ব্রডব্যান্ড ইন্টারনেট সীমিত পরিসরে চালু হয়েছে। মোবাইল ইন্টারনেট আগামী সপ্তাহের মধ্যে চালু করার চেষ্টা হচ্ছে।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ কথা বলেন তিনি।

- Advertisement -

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, মঙ্গলবার রাত থেকে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হয়েছে। বুধবার রাত থেকে সারাদেশে বাসা-বাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হবে। এ লক্ষ্যে কাজ করছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।

সম্প্রতি রাজধানীর মহাখালীর ডাটা সেন্টারে ব্রডব্যান্ড ইন্টারনেটের অপটিক্যাল ফাইবারে অগ্নিকাণ্ডের ঘটনা সামনে আসে। এরপর থেকে ইন্টারনেট সেবা ব্যাহত হয়। সবশেষ মঙ্গলবার রাত থেকে পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়। প্রাথমিকভাবে অগ্রাধিকার ভিত্তিতে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও অফিস-আদালতে ইন্টারনেট সেবা দেওয়া হচ্ছে।

- Advertisement -

Related Articles

Latest Articles