0.3 C
Toronto
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

৪ বার বসেছেন বিয়ের পিঁড়িতে, এখন কোথায় সেই অভিনেত্রী!

৪ বার বসেছেন বিয়ের পিঁড়িতে, এখন কোথায় সেই অভিনেত্রী!
জেবা বখতিয়ার

 

প্রেম, ভালোবাসা, বিয়ে ও বিচ্ছেদ- শোবিজ অঙ্গনের তারকাদের জন্য যেন নিত্যদিনের বিষয়! কেউ কেউ যেমন নিজের ভালোবাসার মানুষকে ধরে রাখেন শেষ নিশ্বাস পর্যন্ত, অনেকেই আবার সময়ের সাথে বদলে ফেলেন নিজের জীবনসঙ্গী। শোবিজ অঙ্গনে কোনো সম্পর্কই চিরস্থায়ী নয়। একের অধিক বিয়ের রেকর্ড বহু অভিনেতার যেমন রয়েছে, তেমনি রয়েছে বহু অভিনেত্রীরও।

- Advertisement -

এই যেমন টলিউডের শ্রাবন্তী, একে একে তিনটি বিয়ে করেছেন এই অভিনেত্রী।

তেমনই বলিউডেও এমন এক নায়িকা ছিলেন, যিনি বহুবার বিয়ের পিঁড়িতে বসেছেন। বিয়ের সংখ্যার নিরিখে তিনি শ্রাবন্তীকেও পেছনে ফেলেছেন। তবে সেই সুন্দরী নায়িকা আদতে পাকিস্তানি। পাকিস্তানের অভিনেত্রী হলেও বলিউডে তার দারুণ সুখ্যাতি ছিল।

তিনি হলেন জেবা বখতিয়ার।

ভারতের মানুষ জেবাকে অবশ্য ‘হেনা’ নামেই চেনেন। ঋষি কাপুর জনপ্রিয় সিনেমা ‘হেনা’তে নায়িকা হিসেবে দেখা গেছিল। ইনিই ছিলেন প্রথম পাকিস্তানি অভিনেত্রী যিনি বলিউডে প্রথম নায়িকা হিসেবে কাজ করার সুযোগ পান।

বলিউডে কাজ করার সময় তিনি ভারতীয় দুই তারকাকে বিয়েও করেছিলেন। এই সুন্দরী নায়িকা পাকিস্তানে ভীষণ জনপ্রিয় ছিলেন। যার দরুন তিনি হিন্দি সিনেমাত ‘হেনা’তে কাজের সুযোগ পেয়েছিলেন। সেখানেও তিনি পাকিস্তানী মেয়ের ভূমিকাতেই অভিনয় করেছিলেন।

ব্যক্তি জীবনে প্রথমবার তিনি ১৯৮২ সালে বিয়ে করেন সালমান গালিয়ানিকে।

কিন্তু প্রথম স্বামীর সঙ্গে খুব বেশিদিন সংসার করতে পারেননি। ডিভোর্সের পর ১৯৮৯ সালে তিনি দ্বিতীয়বার বলিউড অভিনেতা জাভেদ জাফরিকে বিয়ে করেন। জাভেদের সঙ্গেও অবশ্য তার বিয়ের মেয়াদ ছিল দুই বছর।

এরপর হেনার জীবনে আসেন বিখ্যাত গায়ক আদনান সামি । ১৯৯৩ সালে তাদের বিয়ে হয়। এই বিয়ে স্থায়িত্ব ছিল মাত্র ৪ বছর। আদনান এবং জেবার এক সন্তান রয়েছে বলে জানা যায়। আদনানের সঙ্গে সম্পর্ক ভাঙার পরই জেবা পাকিস্তানে ফিরে যান। এর বহুদিন পর ২০০৮ সালে জেবা আবার বিয়ে করার সিদ্ধান্ত নেন সোহেল লাগারি নামে একজনকে।

এখন এই অভিনেত্রী পাকিস্তানেই থাকেন। যদিও সেভাবে সিনেমাতে অভিনয় করতে দেখা যায় না তাকে। বলিউড ইন্ডাস্ট্রিতে তিনি কেবল একটিমাত্র সিনেমাতে অভিনয় করেলেও, আজও ভারতে তার জনপ্রিয়তা অটুট রয়েছে। ভারতের দেশের দর্শকরা তাকে এখনও ‘হেনা’ নামেই মনে রেখেছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles