-1.7 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫

সুগন্ধি হাজং

সুগন্ধি হাজং
সুগন্ধি হাজং

গারো পাহাড়ে বনজ বাতাসে চন্দন কাঠের গন্ধ-
এক নদী জল নিয়ে গন্ধমের আনন্দে সুগন্ধি হাজং হাঁটে,
পায়ে মল-মন্দিরা বাজে, গায়ে ডোরাকাটা দোপাট্টা। মৃগনাভীর ঘ্রাণ
আফিমের অন্ধকারে সুগন্ধি থাকে; নিশিডাকে নিভৃতে
মহুয়া পাতার অন্ধকারে কৃষ্ণ আগুন, আগুনে ঝলসানো দুধের মাংস
বুনো শুয়োর, মেঠো কাছিম, কাঁকড়া, পোড়া মাছের অতৃপ্ত স্বাদ।
গাজাফুল খেয়ে শ্রীবর্দির মাতাল ঘোড়া চ্রিহি চ্রিহি লাফায়
ঘোড়া তো জানে না- হাজং ভাষা, মান্দিও না।
ঘোড়ার ডিম জানে না- ঝিনুক-শামুক-গুঁই সাপের স্বাদ!
ঠাংদোলা, চ্যাংদোলা দোলছে শিকার করা শেয়াল
হরিণহত্যার আনন্দে ‘মাটির পোকা’ নাচবে প্যাকোৎবে,
খাবে ঝিঁঝি ভাজা, চ্রিহি চ্রিহি হ্রেষাধ্বনিতে গাইবে নৃ-বৃষ্টির গান,
মাতাল মেঘ ভেসে যাবে মেঘালয়ে অথবা তিব্বতের দিকে!
সুগন্ধি হাজং মাতাল রাতে বৃষ্টিস্নাত গারো পাহাড়ে মহুয়ার ঘ্রাণে
টংঘরে একা একা ছড়াবে কুমারী কবিতার মৌ-ময়ূরী সৌরভ!

ইস্টইয়র্ক, কানাডা

- Advertisement -
পূর্ববর্তী খবর
পরবর্তী খবর

Related Articles

Latest Articles