-0.1 C
Toronto
বুধবার, মার্চ ১২, ২০২৫

বৃস্টিতে টরন্টো নাকাল

বৃস্টিতে টরন্টো নাকাল
বৃস্টিতে টরন্টো নাকাল

এক বেলার বৃষ্টিতে ভেসে গেছে ঘরবাড়ি । রাস্তা ডুবে গেছে, পার্কিং স্পট, আন্ডারগ্রাউন্ড পার্কিং লট, সাবওয়ে । কি এক অসহনীয় অবস্থা মানুষের, জলাবদ্ধ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে গাড়ি অর্ধেক ডুবে গেছে পানির ভিতরে । কেউ কেউ আটকে গেছে গাড়ির ভিতর ।জরুরী বিভাগের কর্মী এসে উদ্ধার করেছে আটকে থাকা মানুষদের পানিবন্দী রাস্তার উপর গাড়ি থেকে ।

সাধারণ মানুষ থেকে মিলিওনিয়ার, বিলিয়নিয়ার সবারই এক অবস্থা। অদ্ভুত প্রাকৃতিক অবস্থায় আক্রান্ত।

- Advertisement -

এত বছর এই শহরে বাস করেছি এমন দুর্যোগ কখনো দেখিনি । বরফ গলে কখনো বন্যা হয়, ডুবে যায় বেসমেন্ট , নিচের ঘরটি কখনো । কিন্তু এক বেলার বৃষ্টিতে বন্যা হয়ে ডুবে যাওয়ার মতন এমন অবস্থা আগে কখনো দেখিনি। থই থই জলের ঢেউ নাচছে, ঘরের ভিতর শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত অনেকটা জুড়ে ঘরবাড়ি দোকানপাট পানির নিচে চলে গেছে। অন্ধকারে আটকে আছে মানুষ। শহর ডুবে যাওয়া ছাড়াও বিদ্যুৎ চলে গেছে। অন্ধকারে আছে অসংখ্য মানুষ। ট্রেন চলছে না ভিড় করে দাঁড়িয়ে আছে মানুষ। জলের ভিতর হাঁটছে কেউ।

অদ্ভুত প্রকৃতির খেয়াল কয়েক মাস আগে দুবাই শহর ডুবে গিয়েছিল। এবার ডুবল কানাডার টরন্টো শহর ।

সাধারনত মার্চের শেষ থেকে এপ্রিলে প্রচুর বৃষ্টি হয় এখানে । কিন্তু এবছর প্রতিদিন বৃষ্টি চলছে। রাত ভর এমন বৃষ্টি ঝুম ঝুম মনে হয় চেরাপুঞ্জের কাছের কোন শহরে আছি । একই দিনে, এক বেলা বৃষ্টি হচ্ছে অন্ধকারে ঢেকে আছে আকাশ আরেকবেলা ঠাঠা রোদ। তুমুল গরম।

মানুষের তৈরি করা মেঘ নাকি প্রকৃতির মেঘ কে জানে! কিন্তু প্রকৃতির একটি বিরূপ প্রক্রিয়া হচ্ছে। গাছে গাছে খুব সুন্দর ফুল হলো বসন্তে কিন্তু থাকতে পারলো না দীর্ঘ সময়। বৃষ্টি বাতাসে ঝরে পড়ল অল্প সময়ে ।

এত বাড়ি , এত এত গাড়ি দুর্ভোগের শিকার হলো। মানুষ সবকিছু সামলাতে হিমশিম খাবে ইন্সুরেন্স কোম্পানি সাথে সাথে সেবা দিতে পারবে না। এই অবস্থার দূর্ভোগ ঠেলে যেতে হবে অনেকটা সময়।

কত যত্নের জিনিস মানুষের ঘরে, নিমিষে নষ্ট হয়ে গেলো পানি ঢুকে।

দক্ষিণের দেশে প্রায়ই দেখছিলাম ঘূর্ণিঝড় বন্যা ভাসিয়ে নিয়ে যাচ্ছে শহর। খর কুটোর মতন উড়ে যাচ্ছে ঘরবাড়ি। এতদিন বৃষ্টির আভাস ছাড়া আর কিছু দেখার হয়নি তার প্রভাবে। এবার হলো বন্যার তাণ্ডব । প্রকৃতির সাথে যুদ্ধ করার কোন ক্ষমতা নেই আমাদের। মেনে নেয়া ছাড়া কখন যে কিভাবে আসবে ক্ষতি করবে ভাসিয়ে নিবে প্রস্তুতির আগেই, আমরা এখনো তা জানিনা। কন্ট্রোল করতে পারিনা।

টরন্টো, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles