9.7 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ঐশ্বরিয়া দেশে ফিরতেই অমিতাভ বচ্চনের রহস্যময় পোস্ট

ঐশ্বরিয়া দেশে ফিরতেই অমিতাভ বচ্চনের রহস্যময় পোস্ট - the Bengali Times
ছবি সংগৃহীত

অমিতাভ বচ্চন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার ভক্তদেরকে আপডেট জানান। বর্তমানে তিনি কৌন বনেগা ক্রোড়পতি ১৬-এর শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। প্রায়শই তাকে শুটিং সেট থেকে আপডেট নিজের ব্লগ এবং এক্স (পূর্বে টুইটার)-এ পোস্ট করেন। অভিষেক বচ্চন ইনস্টাগ্রামে বিবাহবিচ্ছেদের পোস্ট ‘লাইকড’ করার পর থেকেই বচ্চন পরিবার আলোচনায় রয়েছে।

অমিতাভ এক্সে লিখেছেন, ‘‘কেবিসিতে কাজ…দীর্ঘ সময়, কিন্তু প্রতিযোগীদের সঙ্গে আমার আলোচনা গভীর আবেগ এবং উত্তেজনাপূর্ণ বিনোদনে ভরে যায়…’’। পোস্টটি শেয়ার করা হয়েছে নিউইয়র্ক থেকে মেয়ে আরাধ্যা বচ্চনের সঙ্গে ছুটি কাটিয়ে ঐশ্বরিয়া রাইয়ের মুম্বাই ফিরে আসার কয়েক ঘণ্টা পর।

- Advertisement -

ব্লগ পোস্টে অমিতাভ বচ্চন জেন জেড-এর প্রশংসা করেছেন এবং লিখেছেন, ‘এই জেন জেড, নিজেই একটি সেট… স্বাধীন, নিশ্চিত, আত্মবিশ্বাসী এবং সেই বয়স থেকে সুরক্ষিত যখন আমরা জুতার ফিতা কেমন হওয়া দরকার তা নিয়ে লড়াই করছিলাম। বাঁধা।’

এর আগে অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রাই তাদের বিবাহবিচ্ছেদের গুঞ্জন নিয়ে শিরোনাম হয়েছিল। জুলাই মাসে, অভিষেক ডিভোর্স নিয়ে একটি পোস্টে ‘লাইক’ দেন।

লেখিকা হিনা খান্ডেলওয়াল ভগ্ন হৃদয়ের একটি ছবি দিয়ে একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘যখন প্রেম সাবলীল হওয়া বন্ধ করে দেয়। বিবাহিত দম্পতিরা এখন বিচ্ছেদ ঘটাচ্ছেন। কী তাদের সিদ্ধান্তকে প্ররোচিত করেছে এবং কেন গ্রে বিবাহবিচ্ছেদ বাড়ছে?’

ঐশ্বরিয়া ও অভিষেকের বিচ্ছেদের খবর গত এক বছর ধরে শিরোনাম হয়ে আসছে। তবে তারা এ খবর অস্বীকার বা নিশ্চিত করেনি। সম্প্রতি, বচ্চন পরিবারের পর অনন্ত আম্বানির বিয়েতে ঐশ্বরিয়া রাই আসার পর বিচ্ছেদের গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছিল। অনুষ্ঠানে ঐশ্বরিয়া পারিবারিক ছবি বাদ দিয়ে রেড কার্পেটে আরাধ্যার সঙ্গে পোজ দিয়েছিলেন।

- Advertisement -

Related Articles

Latest Articles