9.5 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

আমেরিকান র‍্যাপারের মাতৃত্ব ও বিবাহবিচ্ছেদের দুঃসংবাদ!

আমেরিকান র‍্যাপারের মাতৃত্ব ও বিবাহবিচ্ছেদের দুঃসংবাদ! - the Bengali Times

ছবি সংগৃহীত

জীবনে কখন কী পদক্ষেপ নিতে হয় তা বোঝা মুশকিল। তারকাদের একাধিক সিদ্ধান্ত কখনও কখনও চমকে দিতে পারে। লাইমলাইটের বাইরে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্ত-অনুরাগীদের জানান আগ্রহ বরাবরই বেশি থাকে।

এবার আমেরিকান র‌্যাপার কার্ডি বি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করে জানিয়েছেন, তিনি মা হতে চলেছেন। সুখবরে আপ্লুত তার অনুরাগীরা। কিন্তু একই সঙ্গে শোনা যাচ্ছে, একই দিনে তিনি তার র‌্যাপার স্বামী অফ সেটের থেকে বিবাহবিচ্ছেদ চেয়ে মামলা করেছেন।

- Advertisement -

৩১ বছর বয়সি কার্ডি ইনস্টাগ্রামে তার স্ফীতোদরের ছবি প্রকাশ করে সুখবর জানিয়েছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে, বারান্দায় লাল পোশাকে শিল্পী দাঁড়িয়ে রয়েছেন। মমত্বের সঙ্গে তিনি হাত রেখেছেন তার স্ফীতোদরে।

সেখানে কার্ডি ক্যাপশনে লিখেছেন, ‘প্রতিটা সমাপ্তির সঙ্গেই একটা নতুন সূত্রপাত ঘটে।’ এই লেখা থেকেই শিল্পীর বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত যে চূড়ান্ত, তা আন্দাজ করা যাচ্ছে। আসন্ন সন্তানের প্রতি কার্ডি লিখেছেন, ‘এই সময়টা তোমার সঙ্গে কাটাতে পেরে বুঝতে পেরেছি, তুমি আমার জীবন ভালোবাসায় ভরিয়ে তুলেছ এবং আমাকে নতুন করে শক্তি জুগিয়েছ।’

ডিসেম্বরে ইনস্টাগ্রাম লাইভ চলাকালীন, কার্ডি বি প্রকাশ করেছিলেন যে তিনি অবিবাহিত ছিলেন এবং ‘এখন এক মিনিটের জন্য’ ছিলেন। কার্ডি বি এর আগে দুবার বিবাহবিচ্ছেদের জন্য ফাইল করার সাথে তার এবং অফসেট তাদের সম্পর্কের মধ্যে বেশ কিছু উত্থান-পতন হয়েছে।

২০১৭ সালে অফ সেটের সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হন কার্ডি। এ তারকা দম্পতির এক ছেলে ও মেয়ে রয়েছে। তৃতীয় বার মা হতে চলেছেন কার্ডি। জানা যায়, মা হওয়ার খবর জানানোর দিনেই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্তও জানিয়েছেন। একই সঙ্গে দুই সন্তানের ভরণপোষণের অধিকারও তিনি চেয়েছেন

এই দুই খবরে শিল্পীর অনুরাগীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। একদিকে, কার্ডি মা হচ্ছেন বলে অনুরাগীরা তাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। অন্যদিকে, বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসতেই, অনুরাগীদের একাংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচ্ছেদের কারণ খুঁজতে আলোচনা-সমালোচনায় ব্যস্ত।

- Advertisement -

Related Articles

Latest Articles