
পদত্যাগের পর সাবেক প্রধানমন্ত্রী ও শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যেতে পারলেও বিপাকে পড়েছেন তার দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ছেড়ে পালানোর চেষ্টাকালে অনেককেই আটকের খবর পাওয়া যাচ্ছে।
মঙ্গলবার (৬ আগস্ট) বিকালে পালাতে গিয়ে আটক হয়েছেন ছাত্রলীগের দুই নেতা। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তারা কোন দেশে পালানোর চেষ্টা করছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি।
আটকরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ।
জানা যায়, সৈকতকে ইমিগ্রেশন থেকে আটক করা হয়। তিনি ইমিগ্রেশনের হেফাজতে আছেন। রিয়াজও বিদেশে যাওয়ার চেষ্টা করতে গিয়ে আটক হন।
দুই শিক্ষকসহ বঙ্গভবনে সমন্বয়করাদুই শিক্ষকসহ বঙ্গভবনে সমন্বয়করা
এর আগে, বিকাল ৩টার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে শেখ হাসিনা সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আটক করা হয়।