7.8 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

কয়টি স্যুটকেস নিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা?

কয়টি স্যুটকেস নিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা? - the Bengali Times
ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার পর দেশত্যাগ করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সাময়িকভাবে ভারতে আশ্রয় নিয়েছেন তিনি। গণমাধ্যমসূত্রে জানা গেছে, দেশ ছাড়ার জন্য তাকে প্রায় ৪৫ মিনিট সময় দেওয়া হয়েছিল।

ভারতীয় সংবাদমাধ্যম এন়ডিটিভি এক সূত্রের বরাতে জানিয়েছে, হাসিনা দুটি স্যুটকেস নিয়ে বাংলাদেশ ছেড়েছিলেন। এ ছাড়া কিছুই সঙ্গে নিতে পারেননি তিনি। ওই স্যুটকেসগুলোতে ছিল কিছু পোশাক ও জরুরি নথিপত্র। যদিও তার দেশ ছাড়ার দিন হেলিপ্যাডে বেশ কয়েকটি স্যুটকেস দেখা যায়।

- Advertisement -

বাংলাদেশের রাজনীতিতে অন্যতম চর্চিত, আলোচিত ও সমালোচিত মুখ হাসিনা। তার সম্পত্তির পরিমাণ কত, সেই হিসাবও তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে। চলতি বছর ভোটের আগে নির্বাচন কমিশনকে সম্পত্তির হিসাব দিয়েছিলেন হাসিনা। প্রতিবেদনে প্রকাশ, নির্বাচন কমিশনকে দেওয়া হিসাব অনুযায়ী হাসিনার চার কোটি ৩৬ লাখ টাকার সম্পত্তি রয়েছে। খবর আনন্দবাজার অনলাইনের।

এনডিটিভি জানিয়েছে, কোনো কোনো সূত্রের দাবি শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়ে থাকতে পারে। যদিও সরকারিভাবে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে হাসিনা দেশ ছাড়ার পর দিনই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভেঙে দেন বাংলাদেশের জাতীয় সংসদ। চলতি বছরের শুরুর দিকেই বাংলাদেশে সাধারণ নির্বাচন ছিল। টানা চতুর্থ বার জয়ী হয়েছিল হাসিনার দল।

- Advertisement -

Related Articles

Latest Articles